ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : তৃণমূলকে ভোট দেওয়ায় বাড়িতে ঢুকে মারধর, অভিযুক্ত নির্দল প্রার্থীর সমর্থকরা

তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ায় একটি পরিবারের উপর হামলার অভিযোগ শান্তিপুরে (A Family Attacks by Goons for Cast Their Vote to TMC) ৷ ঘটনায় অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে ৷ শান্তিপুর পৌরসভার 24নং ওয়ার্ডের ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছে আক্রান্ত পরিবার ৷

Bengal Civic Polls 2022 Attack on A Family by Goons in Shantipur
Bengal Civic Polls 2022 Attack on A Family by Goons in Shantipur
author img

By

Published : Mar 1, 2022, 12:40 PM IST

শান্তিপুর, 1 মার্চ : পুরো উলটপূরাণ ৷ তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ায় একটি পরিবারকে মারধরের অভিযোগ নির্দল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে (Attack on A Family by Goons in Shantipur) ৷ ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভার 24নং ওয়ার্ডের বাইনপাড়ায় ৷ অভিযোগ, তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ায় গতকাল রাতে বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে মারধর করা হয় ৷ ঘটনায় মঙ্গলবার সকালে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

রাজ্যে অন্যান্য পৌরসভার মত শান্তিপুরের 24নং ওয়ার্ড থেকেও তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী ভোটে দাঁড়িয়েছে (Bengal Civic Polls 2022) ৷ এই ওয়ার্ডে তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদ বহুদিনের ৷ যা পৌরসভা ভোটে সামনে চলে এসেছে ৷ টিকিট না পেয়ে এক বিক্ষুব্ধ তৃণমূলী নির্দল হয়ে দাঁড়িয়ে যান ৷ ফলে বিবাদ আরও বাড়ে ৷ সেই বিবাদের শিকার হলেন 24নং ওয়ার্ডের বাইনপাড়ার একটি পরিবার ৷ তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ায় গতকাল রাতে ওই পরিবারের উপর হামলা চালাল একদল দুষ্কৃতী (A Family Attacks by Goons for Cast Their Vote to TMC) ৷ অভিযোগ, নির্দল প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছে ৷ বাড়িতে ঢুকে মহিলা এবং বাচ্চাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022: শান্তিপুরে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ, লাঠিচার্জ পুলিশের

এই ঘটনায় আজ সকালে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবারের সদস্যরা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কিন্তু, কাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়নি ৷ তবে, নির্দল প্রার্থী এই ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ৷

শান্তিপুর, 1 মার্চ : পুরো উলটপূরাণ ৷ তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ায় একটি পরিবারকে মারধরের অভিযোগ নির্দল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে (Attack on A Family by Goons in Shantipur) ৷ ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভার 24নং ওয়ার্ডের বাইনপাড়ায় ৷ অভিযোগ, তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ায় গতকাল রাতে বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে মারধর করা হয় ৷ ঘটনায় মঙ্গলবার সকালে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

রাজ্যে অন্যান্য পৌরসভার মত শান্তিপুরের 24নং ওয়ার্ড থেকেও তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী ভোটে দাঁড়িয়েছে (Bengal Civic Polls 2022) ৷ এই ওয়ার্ডে তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদ বহুদিনের ৷ যা পৌরসভা ভোটে সামনে চলে এসেছে ৷ টিকিট না পেয়ে এক বিক্ষুব্ধ তৃণমূলী নির্দল হয়ে দাঁড়িয়ে যান ৷ ফলে বিবাদ আরও বাড়ে ৷ সেই বিবাদের শিকার হলেন 24নং ওয়ার্ডের বাইনপাড়ার একটি পরিবার ৷ তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ায় গতকাল রাতে ওই পরিবারের উপর হামলা চালাল একদল দুষ্কৃতী (A Family Attacks by Goons for Cast Their Vote to TMC) ৷ অভিযোগ, নির্দল প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছে ৷ বাড়িতে ঢুকে মহিলা এবং বাচ্চাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022: শান্তিপুরে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ, লাঠিচার্জ পুলিশের

এই ঘটনায় আজ সকালে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবারের সদস্যরা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কিন্তু, কাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়নি ৷ তবে, নির্দল প্রার্থী এই ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.