ETV Bharat / state

বেআইনিভাবে ভিসা ও পাসপোর্ট তৈরীর কাজ,আটক বাংলাদেশি - নাকাশীপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তিন যুবককে গ্রেফতার করে

নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি মোজাফফর কলোনিতে একটি লজে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতো পাঁচজন যুবক । তাদের গতিবিধি এবং কাজকর্ম দেখে সন্দেহ স্থানীয় বাসিন্দাদের। রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা লজের ঘরে গিয়ে তাদের পরিচয় পত্র দেখতে চায় । তারা পরিচয় পত্র দেখাতে গড়িমসি করে বলে অভিযোগ । একজন পালানোরও চেষ্টা করে । স্থানীয় যুবকরা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয় । নাকাশীপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তিন যুবককে গ্রেফতার করে ।

NAKASHIPARA ARREST
আটক বাংলাদেশি
author img

By

Published : Dec 17, 2019, 12:05 AM IST

নদীয়া,16 ডিসেম্বর : বাড়ি ভাড়া নিয়ে চলছিল বেআইনিভাবে ভিসা ও পাসপোর্ট তৈরির কাজ । স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেয় । পুলিশ আটক করে 3 বাংলাদেশিকে । তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরির ঘটনা ।

সূত্রের খবর, নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি মোজাফফর কলোনিতে একটি লজে ভাড়া থাকত পাঁচজন যুবক । তাদের গতিবিধি এবং কাজকর্ম দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা লজের ঘরে গিয়ে তাদের পরিচয়পত্র দেখতে চায় । তারা পরিচয়পত্র দেখাতে গড়িমসি করে বলে অভিযোগ । একজন পালানোরও চেষ্টা করে । স্থানীয় যুবকরা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয় । নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে তিন যুবককে গ্রেফতার করে ।

বিকাশ সরকার

স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ সরকারের অভিযোগ. "লজে মোট ৫ জন বাংলাদেশি ছিল । তাদের কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি । "পুলিশ সূত্রে খবর, একজন নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করলেও, অন্য দুই যুবক নিজেদের ভারতীয় বলে দাবি করেছে । যদিও ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । নকল পাসপোর্ট এবং ভিসা তৈরি করার চক্র কতদুর বিস্তৃত তার তদন্ত শুরু করেছে পুলিশ । এর পাশাপাশি লজের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

নদীয়া,16 ডিসেম্বর : বাড়ি ভাড়া নিয়ে চলছিল বেআইনিভাবে ভিসা ও পাসপোর্ট তৈরির কাজ । স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেয় । পুলিশ আটক করে 3 বাংলাদেশিকে । তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরির ঘটনা ।

সূত্রের খবর, নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি মোজাফফর কলোনিতে একটি লজে ভাড়া থাকত পাঁচজন যুবক । তাদের গতিবিধি এবং কাজকর্ম দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা লজের ঘরে গিয়ে তাদের পরিচয়পত্র দেখতে চায় । তারা পরিচয়পত্র দেখাতে গড়িমসি করে বলে অভিযোগ । একজন পালানোরও চেষ্টা করে । স্থানীয় যুবকরা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয় । নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে তিন যুবককে গ্রেফতার করে ।

বিকাশ সরকার

স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ সরকারের অভিযোগ. "লজে মোট ৫ জন বাংলাদেশি ছিল । তাদের কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি । "পুলিশ সূত্রে খবর, একজন নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করলেও, অন্য দুই যুবক নিজেদের ভারতীয় বলে দাবি করেছে । যদিও ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । নকল পাসপোর্ট এবং ভিসা তৈরি করার চক্র কতদুর বিস্তৃত তার তদন্ত শুরু করেছে পুলিশ । এর পাশাপাশি লজের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

Intro:বাড়ি ভাড়া নিয়ে চলছিল বেআইনিভাবে ভিসা ও পাসপোর্ট তৈরীর কাজ, স্থানীয়দের সহায়তায় পুলিশের জালে 3 বাংলাদেশী। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সূত্রের খবর, নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি মোজাফফর কলোনি একটি লজে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতো পাঁচজন যুবক। তাদের গতিবিধি এবং কাজকর্ম দেখে সন্দেহ স্থানীয় বাসিন্দাদের। রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা জেলার যুবক ভাড়া থাকতো সেই ঘরে গিয়ে তাদের পরিচয় পত্র দেখতে চাই। অভিযোগ তারা পরিচয় পত্র দেখাতে গড়িমসি করে। একজন পালানোর চেষ্টা করে। এরপরে তাদের আটকে রেখে খবর দেওয়া হয় নাকাশীপাড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তিন যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, এদের মধ্যে একজন নিজেকে বাংলাদেশী বলে স্বীকার করলেও, অন্য দুই যুবক নিজেদের ভারতীয় বলে দাবি করেছে। যদিও ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।ঠিক কী কারণে তারা এতদিন ওই বাড়িতে ভাড়া থাকতো, আদৌ তোরা নকল পাসপোর্ট এবং ভিসা তৈরি করতো কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। এর পাশাপাশি মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।Body:NAKASHIPARA ARRESTConclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.