নদিয়া, 16জুন : নদিয়ায় প্রায় 800 জন তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন । ধানতলায় BJP সাংসদ জগন্নাথ সরকারের উপস্থিতিতে তাঁদের হাতে পতাকা তুলে দেওয়া হয় ।
লোকসভা ভোটের পর থেকে জেলার একাধিক তৃণমূল কর্মীয BJP-তে যোগ দিয়েছেন । আজ ধানতলার কামালপুর গ্রাম পঞ্চায়েত ও যুগলকিশোর গ্রাম পঞ্চায়েতের 11টি বুথ থেকে প্রায় 800 জন BJP-তে যোগ দিলেন ।
BJP-তে যোগ দেওয়ার পর কয়েকজন বলেন, রাজ্যের শাসক দলে নতুন কর্মী যোগ দেওয়ার ফলে অত্যাচারিত হচ্ছিলেন তাঁরা । রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন তাঁরা । তাঁদের অভিযোগ, অনেক তৃণমূল নেতাই সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করছেন । তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।
BJP সাংসদ জগন্নাথ সরকার বলেন, “দলে যোগদান আজ প্রথম নয় । এর আগেও অনেকে তৃণমূল ছেড়ে BJP-তে এসেছেন । এটা ধারাবাহিকভাবে চলবে । আমাদের সঙ্গে আরও অনেকে যোগাযোগ রেখেছেন । তাঁরা BJP-তে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন । আমরা সকলকে আমাদের দলে স্বাগত জানিয়েছি ।”
যদিও জগন্নাথ সরকারের বক্তব্যের সঙ্গে সহমত নন রানাঘাট উত্তর পূর্বের তৃণমূলের বিধায়ক । তিনি বলেন, “এর আগেও একই জায়গায় BJP ছেড়ে বহু কর্মী তৃণমূলে যোগ দিয়েছিলেন । সেই ভাঙন ঠেকাতে BJP কর্মীরা আবার আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন । তাঁরা তৃণমূল সদস্য ছিলেন না । সংগঠন টিকিয়ে রাখার একটা কৌশল চালাচ্ছে BJP । শনিবার প্রায় 1000 BJP কর্মী তৃণমূলে যোগদান করবেন।”