নদিয়া , 21 জুন : একটানা বৃষ্টির জেরে নদিয়ার ভাগীরথীতে বেড়েছে জলস্তর ৷ ফলে নদীর করাল গ্রাসে তলিয়ে গিয়েছে একের পর এক চাষের জমি ৷ তাই মাথায় হাত চাষিদের ৷ নদীর ভাঙন রোধের জন্য এগিয়ে এসেছেন নদিয়ার সেচ দফতরের কর্মীরা ৷ আর এখানেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন গঙ্গা তীরবর্তী এলাকার চাষিরা ৷ তাঁদের প্রশ্ন, সেচ দফতরের কর্মীরা ভাগীরথীর চর থেকে মাটি না কেটে কেন পাড় থেকে মাটি কাটছেন ? তাতে তো লাভের লাভ কিছু হবে না ৷ উল্টে ক্ষতি হবে চাষিদেরই ৷ একপ্রকার আতঙ্কেই দিন কাটছে তাঁদের ৷
রাধামোহন বর্মন নামে এক চাষির অভিযোগ , যদি ভাঙন রোধ করতে হয় , তাহলে ভালভাবে বাঁধ দেওয়া প্রয়োজন ৷ এরকম এলোমেলোভাবে পাড় থেকে মাটি কেটে সেই মাটিই বস্তাবন্দি করে বাঁধ দেওয়ার মানে কি ? গৌতম মাহাত নামে আর এক চাষি বলেন, ‘‘সেচ দফতরের কর্মীরা বলছেন যে পাড় থেকে মাটি কেটেই নাকি বাঁধ মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু এটা কি ঠিক ? ’’
অন্যদিকে নদিয়ার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র বললেন , "যেহেতু এটা সেচ দফতরের বিষয়, তাই এক্ষেত্রে একজন রাজনীতিবিদ হয়ে কিছু বলতে চাই না ৷ বিষয়টি আমার নজরে এসেছে ৷ সেচ দফতরের কর্মীদের বিরুদ্ধে যেহেতু এই অভিযোগ, তাই সংশ্লিষ্ট দফতরেই অভিযোগ করা উচিত ৷ তারপর কি করা যায় দেখছি ৷ "
আরও পড়ুন : যশের দাপটে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ পরিদর্শনে প্রশাসনের বিশেষ টিম