ETV Bharat / state

Jewellery Shop Loot in Nadia: শান্তিপুরে সোনার দোকানে প্রায় 30 লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ

রাতে দোকানের তালা ভেঙে প্রায় 30 লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ উঠল শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েত এলাকায় (Jewellery Shop Loot in Nadia) ৷ ঘটনায় এলাকায় নিরাপত্তার অভাবের অভিযোগে পুলিশে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷

Jewellery Shop Loot in Nadia ETV BHARAT
Jewellery Shop Loot in Nadia ETV BHARAT
author img

By

Published : Jan 30, 2023, 6:54 PM IST

শান্তিপুরে সোনার দোকানে চুরির অভিযোগ

শান্তিপুর, 30 জানুয়ারি: শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের হিজুলি বাজারে সোনার দোকানে চুরি ৷ সোনার দোকানের মালিক হাবিব শেখ পুলিশকে জানিয়েছেন, দোকানের সিন্দুক ভেঙে দুষ্কৃতীরা প্রায় 30 লক্ষ টাকার গয়না চুরি করেছে (30 Lakh Rupees Jewellery Theft from Shop in Nadia) ৷ এমনকি দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ এদিন পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান ৷

সোনার দোকানের মালিক অভিযোগ করেছেন, রবিবার রাতে গয়েশপুর পঞ্চায়েতের হিজুলি বাজারে তাঁর সোনার দোকানে চুরি হয়েছে ৷ দোকানের তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে প্রবেশ করেন ৷ দোকানের মেঝেতে সিন্দুক নামিয়ে তার তালা ভাঙা হয় ৷ এরপর সেখানে রাখা প্রায় 5 কেজি রুপো ও চারশো গ্রাম সোনা চুরি হয়েছে বলে অভিযোগে জানিয়েছেন হাবিব শেখ ৷ এমনকি প্রমাণ লোপাট করতে দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ ঘটনায় একাধিক দুষ্কৃতী জড়িত বলেই মনে করছে পুলিশ ৷

চুরি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করে ৷ এলাকায় নিরাপত্তার অভাবের অভিযোগ তুলেছেন তাঁরা ৷ অভিযোগ, হিজুলি বাজার ও তার আশেপাশে নেশার আসর বসে ৷ পুলিশ সেই নেশার ঠেকগুলিতে কোনও ব্যবস্থা নেয় না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা ৷ শান্তিপুর থানাকে এ নিয়ে অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷

আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারদের বেঁধে সোনা, রুপোর দোকান লুট

তবে, ওই এলাকায় এই প্রথম কোনও চুরির ঘটনা নয় এটি ৷ সেখানে আরও অন্যান্য দোকানেও চুরি হয়েছে ৷ অভিযোগ স্থানীয় দুষ্কৃতীরাই এর সঙ্গে জড়িত ৷ তবে, পুলিশ কোনও ক্ষেত্রেই অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি ৷ এদিন হাবিবু শেখের দোকানে চুরির প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা ৷ পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা ৷

শান্তিপুরে সোনার দোকানে চুরির অভিযোগ

শান্তিপুর, 30 জানুয়ারি: শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের হিজুলি বাজারে সোনার দোকানে চুরি ৷ সোনার দোকানের মালিক হাবিব শেখ পুলিশকে জানিয়েছেন, দোকানের সিন্দুক ভেঙে দুষ্কৃতীরা প্রায় 30 লক্ষ টাকার গয়না চুরি করেছে (30 Lakh Rupees Jewellery Theft from Shop in Nadia) ৷ এমনকি দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ এদিন পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান ৷

সোনার দোকানের মালিক অভিযোগ করেছেন, রবিবার রাতে গয়েশপুর পঞ্চায়েতের হিজুলি বাজারে তাঁর সোনার দোকানে চুরি হয়েছে ৷ দোকানের তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে প্রবেশ করেন ৷ দোকানের মেঝেতে সিন্দুক নামিয়ে তার তালা ভাঙা হয় ৷ এরপর সেখানে রাখা প্রায় 5 কেজি রুপো ও চারশো গ্রাম সোনা চুরি হয়েছে বলে অভিযোগে জানিয়েছেন হাবিব শেখ ৷ এমনকি প্রমাণ লোপাট করতে দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ ঘটনায় একাধিক দুষ্কৃতী জড়িত বলেই মনে করছে পুলিশ ৷

চুরি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করে ৷ এলাকায় নিরাপত্তার অভাবের অভিযোগ তুলেছেন তাঁরা ৷ অভিযোগ, হিজুলি বাজার ও তার আশেপাশে নেশার আসর বসে ৷ পুলিশ সেই নেশার ঠেকগুলিতে কোনও ব্যবস্থা নেয় না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা ৷ শান্তিপুর থানাকে এ নিয়ে অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷

আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারদের বেঁধে সোনা, রুপোর দোকান লুট

তবে, ওই এলাকায় এই প্রথম কোনও চুরির ঘটনা নয় এটি ৷ সেখানে আরও অন্যান্য দোকানেও চুরি হয়েছে ৷ অভিযোগ স্থানীয় দুষ্কৃতীরাই এর সঙ্গে জড়িত ৷ তবে, পুলিশ কোনও ক্ষেত্রেই অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি ৷ এদিন হাবিবু শেখের দোকানে চুরির প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা ৷ পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.