শান্তিপুর, 30 জানুয়ারি: শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের হিজুলি বাজারে সোনার দোকানে চুরি ৷ সোনার দোকানের মালিক হাবিব শেখ পুলিশকে জানিয়েছেন, দোকানের সিন্দুক ভেঙে দুষ্কৃতীরা প্রায় 30 লক্ষ টাকার গয়না চুরি করেছে (30 Lakh Rupees Jewellery Theft from Shop in Nadia) ৷ এমনকি দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ এদিন পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান ৷
সোনার দোকানের মালিক অভিযোগ করেছেন, রবিবার রাতে গয়েশপুর পঞ্চায়েতের হিজুলি বাজারে তাঁর সোনার দোকানে চুরি হয়েছে ৷ দোকানের তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে প্রবেশ করেন ৷ দোকানের মেঝেতে সিন্দুক নামিয়ে তার তালা ভাঙা হয় ৷ এরপর সেখানে রাখা প্রায় 5 কেজি রুপো ও চারশো গ্রাম সোনা চুরি হয়েছে বলে অভিযোগে জানিয়েছেন হাবিব শেখ ৷ এমনকি প্রমাণ লোপাট করতে দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ ঘটনায় একাধিক দুষ্কৃতী জড়িত বলেই মনে করছে পুলিশ ৷
চুরি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করে ৷ এলাকায় নিরাপত্তার অভাবের অভিযোগ তুলেছেন তাঁরা ৷ অভিযোগ, হিজুলি বাজার ও তার আশেপাশে নেশার আসর বসে ৷ পুলিশ সেই নেশার ঠেকগুলিতে কোনও ব্যবস্থা নেয় না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা ৷ শান্তিপুর থানাকে এ নিয়ে অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷
আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারদের বেঁধে সোনা, রুপোর দোকান লুট
তবে, ওই এলাকায় এই প্রথম কোনও চুরির ঘটনা নয় এটি ৷ সেখানে আরও অন্যান্য দোকানেও চুরি হয়েছে ৷ অভিযোগ স্থানীয় দুষ্কৃতীরাই এর সঙ্গে জড়িত ৷ তবে, পুলিশ কোনও ক্ষেত্রেই অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি ৷ এদিন হাবিবু শেখের দোকানে চুরির প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা ৷ পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা ৷