ETV Bharat / state

ভুল ইঞ্জেকশন না কি প্যানিক অ্যাটাক ? শক্তিনগরে রেফার 15 রোগী

ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে রোগীদের ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল । 15 জনকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে ।

শক্তিনগরে রেফার 15 রোগী
author img

By

Published : Sep 18, 2019, 12:03 PM IST

Updated : Sep 18, 2019, 12:16 PM IST

ধুবুলিয়া, 18 সেপ্টেম্বর : সরকারি হাসপাতালে রোগীদের ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল । নদিয়ার ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালের ঘটনা । অবস্থা গুরুতর হওয়ায় 15 জনকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে । তবে ভুল ইঞ্জেকশনের কথা অস্বীকার করেছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

জ্বর, পেটে ব্যথা নিয়ে গত কয়েকদিনে 29 জনকে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । গতকাল সবাইকে ইঞ্জেকশন দেওয়া হয় । এরপরই অসুস্থ হয়ে পড়েন তাঁরা । এদের মধ্যে 15 জনের অবস্থা গুরুতর হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয় । অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়ার ফলেই এই ঘটনা ।

রোগীর আত্মীয় ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য

এক রোগীর আত্মীয় বলেন, "আমার ছেলে বেশ ভালো ছিল । ইঞ্জেকশনটা দেওয়ার পরই প্রচণ্ড কাঁপুনি শুরু হয় । হাত-পা ঠান্ডা হয়ে যায় । ভুল ইঞ্জেকশনের জন্যই এই অবস্থা ।"

ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । এদিকে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায় বলেন, "যাদের রেফার করা হয়েছে, সকলেরই চিকিৎসা চলছে । ভুল ইঞ্জেকশনের কোনও ব্যাপার নয় । এটা একটা প্যানিক অ্যাটাক ।"

ধুবুলিয়া, 18 সেপ্টেম্বর : সরকারি হাসপাতালে রোগীদের ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠল । নদিয়ার ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালের ঘটনা । অবস্থা গুরুতর হওয়ায় 15 জনকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে । তবে ভুল ইঞ্জেকশনের কথা অস্বীকার করেছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

জ্বর, পেটে ব্যথা নিয়ে গত কয়েকদিনে 29 জনকে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । গতকাল সবাইকে ইঞ্জেকশন দেওয়া হয় । এরপরই অসুস্থ হয়ে পড়েন তাঁরা । এদের মধ্যে 15 জনের অবস্থা গুরুতর হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয় । অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়ার ফলেই এই ঘটনা ।

রোগীর আত্মীয় ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য

এক রোগীর আত্মীয় বলেন, "আমার ছেলে বেশ ভালো ছিল । ইঞ্জেকশনটা দেওয়ার পরই প্রচণ্ড কাঁপুনি শুরু হয় । হাত-পা ঠান্ডা হয়ে যায় । ভুল ইঞ্জেকশনের জন্যই এই অবস্থা ।"

ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । এদিকে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায় বলেন, "যাদের রেফার করা হয়েছে, সকলেরই চিকিৎসা চলছে । ভুল ইঞ্জেকশনের কোনও ব্যাপার নয় । এটা একটা প্যানিক অ্যাটাক ।"

Intro:সরকারি হাসপাতালে রোগীদের ভুল ইনজেকশন দেওয়ায় একাধিক রোগী অসুস্থ হওয়ার অভিযোগ। ঘটনাটি নদীয়ার ধুবুলিয়া গ্রামীন হাসপাতালের। রোগীদের অবস্থা সঙ্কটজনক হওয়ার কারণে সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ১৫ জন রোগীকে। সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। ওই ইনজেকশন গুলি আজ ধুবুলিয়া হাসপাতালে রোগীদের শরীরে প্রবেশ করার পর অসুস্থ হতে শুরু করে একের পর এক রোগী। সূত্রের খবর,জ্বর পেটে ব্যাথা সহ অন্যান্য উপসর্গ নিয়ে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হন সেখানকার 29 জুন অসুস্থ মানুষজন। যে সকল রোগী দের ওই ইনজেকশন প্রয়োগ করা হয়েছে সেই সকল রোগীই একে একে অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিষক্রিয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে বলেই প্রাথমিক অনুমান চিকিৎসকদের। যদিওমুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান সবাই ভালো আছে তাদের চিকিৎসা চলছে। এটি প্যানিক অ্যাটাক । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধুবুলিয়া থানার পুলিশ। তারাও একাধিক রোগীকে স্থানান্তরিত করার ক্ষেত্রে সাহায্য করে।তবে কি কারণে এমন ঘটনা তার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ এবং জেলা স্বাস্থ্য আধিকারিক। যদিও এখনো একজনের মৃত্যুর খবর পাওয়া যায়নি।Body:DHUBULIA HOSPITALConclusion:
Last Updated : Sep 18, 2019, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.