ETV Bharat / state

Ranaghat Gang Rape : হাঁসখালি কাণ্ডের ছায়া রানাঘাটে, বধূকে গণধর্ষণের অভিযোগ - রানাঘাট গণধর্ষণ

গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ পরে ওই বধূকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান ৷ এরপর তাড়াতাড়ি তাঁর দেহ দাহ করারও অভিযোগ উঠল (Ranaghat Gang Rape) ৷

Ranaghat Gang Rape
রানাঘাটে বধূকে গণধর্ষণের অভিযোগ
author img

By

Published : Aug 11, 2022, 8:57 AM IST

নদিয়া, 11 অগস্ট: হাঁসখালি কাণ্ডের পর এবার রানাঘাটে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল (Ranaghat Gang Rape) ৷ যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷

জানা গিয়েছে, ওই গৃহবধূ কিছুদিন ধরে তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন না । সম্প্রতি তিনি দুই সন্তানকে নিয়ে রানাঘাটে তাঁর বাপের বাড়ি থাকতেন । সন্তানদের পড়াশোনা করার জন্য তিনি রান্নার কাজ করতেন । গত শনিবার তাঁকে বাড়ি থেকে রাতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ । পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার কল্যাণী হাসপাতালে তিনি মারা যান ৷

আরও জানা গিয়েছে, মালতীদেবীর পরিবার অত্যন্ত গরিব । এই ঘটনার পর রাতারাতি তাঁর দেহ দাহ করা হয় বলে অভিযোগ । বৃহস্পতিবার এলাকায় যান রাজ্য বিজেপির নেত্রী অর্চনা মজুমদার, রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়-সহ বিজেপির একাধিক নেতা-কর্মীরা ।

আরও পড়ুন: হাঁসখালি গণধর্ষণের তদন্তে ফের ঘটনাস্থলে সিবিআইয়ের প্রতিনিধিদল

বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে ৷ তারা এও জানায়, এর মধ্যে শাসক দলের কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করতে রানাঘাট থানায় তারা একটি অভিযোগ করবেন । অন্যদিকে নির্যাতিতার বাড়ি যান পঞ্চায়েত প্রধান শম্পা বিশ্বাস-সহ তৃণমূলের জেলা নেত্রী বর্নালী দে ও একাধিক কর্মীরা । তারাও এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দাবি করছেন । মর্মান্তিক এই ঘটনার নিন্দায় সরব ডান-বাম সকলেই । রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে মৃত ওই গৃহবধূর পরিবারের পাশে দাঁড়াতে চাইছেন সকলে । এখনও কেউ গ্রেফতার না হওয়ায় রানাঘাট থানার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।

নদিয়া, 11 অগস্ট: হাঁসখালি কাণ্ডের পর এবার রানাঘাটে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল (Ranaghat Gang Rape) ৷ যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷

জানা গিয়েছে, ওই গৃহবধূ কিছুদিন ধরে তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন না । সম্প্রতি তিনি দুই সন্তানকে নিয়ে রানাঘাটে তাঁর বাপের বাড়ি থাকতেন । সন্তানদের পড়াশোনা করার জন্য তিনি রান্নার কাজ করতেন । গত শনিবার তাঁকে বাড়ি থেকে রাতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ । পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার কল্যাণী হাসপাতালে তিনি মারা যান ৷

আরও জানা গিয়েছে, মালতীদেবীর পরিবার অত্যন্ত গরিব । এই ঘটনার পর রাতারাতি তাঁর দেহ দাহ করা হয় বলে অভিযোগ । বৃহস্পতিবার এলাকায় যান রাজ্য বিজেপির নেত্রী অর্চনা মজুমদার, রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়-সহ বিজেপির একাধিক নেতা-কর্মীরা ।

আরও পড়ুন: হাঁসখালি গণধর্ষণের তদন্তে ফের ঘটনাস্থলে সিবিআইয়ের প্রতিনিধিদল

বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে ৷ তারা এও জানায়, এর মধ্যে শাসক দলের কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করতে রানাঘাট থানায় তারা একটি অভিযোগ করবেন । অন্যদিকে নির্যাতিতার বাড়ি যান পঞ্চায়েত প্রধান শম্পা বিশ্বাস-সহ তৃণমূলের জেলা নেত্রী বর্নালী দে ও একাধিক কর্মীরা । তারাও এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দাবি করছেন । মর্মান্তিক এই ঘটনার নিন্দায় সরব ডান-বাম সকলেই । রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে মৃত ওই গৃহবধূর পরিবারের পাশে দাঁড়াতে চাইছেন সকলে । এখনও কেউ গ্রেফতার না হওয়ায় রানাঘাট থানার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.