ETV Bharat / state

কোরোনা সংক্রমণ রুখতে বন্ধ করা হল আইসতলা-রানাঘাট সংযোগকারী সেতু - coronavirus

নদিয়া জেলাতে ইতিমধ্যে ছয়জন কোরোনায় আক্রান্ত । আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ । কোরোনা সংক্রমণ ঠেকাতে আরও একধাপ এগিয়ে গেল রানাঘাট পৌরসভা । বন্ধ করা হল রানাঘাট-আইসতলা যোগাযোগকারী সেতু।

ranaghat
রানাঘাট
author img

By

Published : Apr 21, 2020, 10:07 AM IST

রানাঘাট, 21 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে এবার সাময়িকভাবে বন্ধ করা হল রানাঘাট স্ট্যান্ড রোডের আইসতলা-রানাঘাট শহরের সংযোগকারী ঝুলন্ত সেতু । চূর্ণি নদীর উপর এই সেতুটি রয়েছে । প্রতিদিন এই সেতু দিয়ে প্রচুর মানুষ কর্মস্থানে যান । এখন লকডাউনের কারণে বন্ধ করা হল সেতু ।

লকডাউনকে উপেক্ষা করেও জেলার বিভিন্ন জায়গায় মানুষ অকারণে ঘোরাঘুরি করছে বলে অভিযোগ উঠেছে । এইদিকে দেশে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ব্যতিক্রম নয় রাজ্য । নদিয়া জেলাতেও ইতিমধ্যে ছয়জন কোরোনায় আক্রান্ত । আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ ।

তাই কোরোনা সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ করল রানাঘাট পৌরসভা । বিভিন্ন রাস্তার মুখ আটকে দেওয়া হয় । বন্ধ করা হয় রানাঘাট-আইসতলা যোগাযোগকারী একমাত্র সেতুটি । খুব জরুরি কাজ ছাড়া কাউকেই আর আসা-যাওয়া করতে দেওয়া হচ্ছে না পৌরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে ।

রানাঘাট, 21 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে এবার সাময়িকভাবে বন্ধ করা হল রানাঘাট স্ট্যান্ড রোডের আইসতলা-রানাঘাট শহরের সংযোগকারী ঝুলন্ত সেতু । চূর্ণি নদীর উপর এই সেতুটি রয়েছে । প্রতিদিন এই সেতু দিয়ে প্রচুর মানুষ কর্মস্থানে যান । এখন লকডাউনের কারণে বন্ধ করা হল সেতু ।

লকডাউনকে উপেক্ষা করেও জেলার বিভিন্ন জায়গায় মানুষ অকারণে ঘোরাঘুরি করছে বলে অভিযোগ উঠেছে । এইদিকে দেশে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ব্যতিক্রম নয় রাজ্য । নদিয়া জেলাতেও ইতিমধ্যে ছয়জন কোরোনায় আক্রান্ত । আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ ।

তাই কোরোনা সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ করল রানাঘাট পৌরসভা । বিভিন্ন রাস্তার মুখ আটকে দেওয়া হয় । বন্ধ করা হয় রানাঘাট-আইসতলা যোগাযোগকারী একমাত্র সেতুটি । খুব জরুরি কাজ ছাড়া কাউকেই আর আসা-যাওয়া করতে দেওয়া হচ্ছে না পৌরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.