ETV Bharat / state

মায়াপুরে কোয়ারানটিন সেন্টার, বিক্ষোভ স্থানীয়দের - কোয়ারেন্টাইন সেন্টার করার অভিযোগে বিক্ষোভ নদীয়ার নবদ্বীপ

বিক্ষোভ দেখান স্থানীয় কিছু মন্দিরের ভক্ত ও স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থানে পৌঁছায় নবদ্বীপ থানার মায়াপুর ফাঁড়ির পুলিশ ।

Locals protesting for the quarantine center in Mayapur , nadia
মায়াপুরে কোয়ারানটিন সেন্টার খোলায় বিক্ষোভ স্থানীয়দের
author img

By

Published : May 16, 2020, 10:44 PM IST

নদিয়া, 16 মে : তীর্থনগরী মায়াপুরে পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন হোটেল ও লজে কোয়ারানটিন সেন্টার করার প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের ৷ নদিয়ায় নবদ্বীপ থানার মায়াপুর কালভার্ট মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল তারা ৷

বিক্ষোভ দেখান স্থানীয় কিছু মন্দিরের ভক্ত ও স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থানে পৌঁছায় নবদ্বীপ থানার মায়াপুর ফাঁড়ির পুলিশ । স্থানীয় বাসিন্দাদের দাবি, বহিরাগত শ্রমিকদের তাঁদের নিজেদের এলাকায় না রেখে মায়াপুরের মতো একটি জায়গায় এনে কোয়ারানটিন করেছে ।

ইসকনসহ বিভিন্ন মঠ-মন্দিরের আবাসিক ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারছেন না ৷ সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম কার্যকর রয়েছে । সেখানে বহিরাগত পরিযায়ী শ্রমিকদের এনে এখানে রাখা হয়েছে ৷ তারই প্রতিবাদে এই বিক্ষোভ অবরোধ । ঘটনাস্থানে খবর পেয়ে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ । পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ৷ আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় ।

নদিয়া, 16 মে : তীর্থনগরী মায়াপুরে পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন হোটেল ও লজে কোয়ারানটিন সেন্টার করার প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের ৷ নদিয়ায় নবদ্বীপ থানার মায়াপুর কালভার্ট মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল তারা ৷

বিক্ষোভ দেখান স্থানীয় কিছু মন্দিরের ভক্ত ও স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থানে পৌঁছায় নবদ্বীপ থানার মায়াপুর ফাঁড়ির পুলিশ । স্থানীয় বাসিন্দাদের দাবি, বহিরাগত শ্রমিকদের তাঁদের নিজেদের এলাকায় না রেখে মায়াপুরের মতো একটি জায়গায় এনে কোয়ারানটিন করেছে ।

ইসকনসহ বিভিন্ন মঠ-মন্দিরের আবাসিক ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারছেন না ৷ সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম কার্যকর রয়েছে । সেখানে বহিরাগত পরিযায়ী শ্রমিকদের এনে এখানে রাখা হয়েছে ৷ তারই প্রতিবাদে এই বিক্ষোভ অবরোধ । ঘটনাস্থানে খবর পেয়ে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ । পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ৷ আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.