ETV Bharat / state

"রাজকুমার হতে চাই না", কৃষ্ণনগরে বিক্ষোভ ভোটকর্মীদের - polling agents

আজ নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার মোড়ে রাস্তা অবরোধ করেন ভোটকর্মীরা । তাদের দাবি, কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোটের ডিউটি করতে যাবেন না।

কৃষ্ণনগরে বিক্ষোভ ভোটকর্মীদের
author img

By

Published : Apr 20, 2019, 5:59 PM IST

Updated : Apr 20, 2019, 8:09 PM IST

কৃষ্ণনগর, 20 এপ্রিল : আজ নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার মোড়ে রাস্তা অবরোধ করলেন ভোটকর্মীরা । তাদের দাবি, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী না দেওয়া হলে তাঁরা ভোটের কাজ বয়কট করবেন । সুরক্ষার দাবিতে তাঁরা আজ জেলাশাসকের কাছেও ডেপুটেশন জমা দেন ।


এবিষয়ে একজন বিক্ষোভকারী বলেন, "আমরা ভোটকর্মীরা আজ যারা এখানে উপস্থিত হয়েছি সবাই শিক্ষক । সবার যৌথ উদ্যোগে আমরা আজ এখানে এসেছি । আমাদের মূল দাবি, প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাতে হবে । যেখানে ভোট হয়েছে আমরা দেখেছি । 90 শতাংশ 80 শতাংশ অনেক গল্প দিয়েছে কমিশন কিন্তু তারা মিথ্যে কথা বলেছে । তাই মিথ্যে প্রতিশ্রুতিতে আমরা দমব না । আমরা চাই 100 শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক । এই পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা নেই । সবাই দেখেছে রাজকুমার রায় গোটা শরীর নিয়ে গিয়ে তিনখণ্ড হয়ে ফিরেছিল । আমরা রাজকুমার হতে চাই না । আমাদের একটাই স্লোগান, কাকদ্বীপ থেকে কোচবিহার, আর হব না রাজকুমার ।

কৃষ্ণনগরে বিক্ষোভ ভোটকর্মীদের

তিনি আরও বলেন, "সেন্ট্রাল ফোর্স নয়, ভোটের ডিউটি নয় । শিক্ষক হিসাবে লজ্জা বোধ করছি যে আমাদের রাজ্যে এই অবস্থা । ভোট নেব না, কখনও বলব না । তবে, আমাদের সুরক্ষা চাই । নিরাপত্তা ওই টেবিলের তলায় লুকানো পুলিশ নয়, একমাত্র সেন্ট্রাল ফোর্সই দিতে পারে । আমরা DM অফিসে ডেপুটেশন জমা করেছি । আমরা হুঁশিয়ারি দিচ্ছি, যদি কেন্দ্রীয় বাহিনী না পাই আমরা ভোট বয়কট করব ।"

কৃষ্ণনগর, 20 এপ্রিল : আজ নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার মোড়ে রাস্তা অবরোধ করলেন ভোটকর্মীরা । তাদের দাবি, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী না দেওয়া হলে তাঁরা ভোটের কাজ বয়কট করবেন । সুরক্ষার দাবিতে তাঁরা আজ জেলাশাসকের কাছেও ডেপুটেশন জমা দেন ।


এবিষয়ে একজন বিক্ষোভকারী বলেন, "আমরা ভোটকর্মীরা আজ যারা এখানে উপস্থিত হয়েছি সবাই শিক্ষক । সবার যৌথ উদ্যোগে আমরা আজ এখানে এসেছি । আমাদের মূল দাবি, প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাতে হবে । যেখানে ভোট হয়েছে আমরা দেখেছি । 90 শতাংশ 80 শতাংশ অনেক গল্প দিয়েছে কমিশন কিন্তু তারা মিথ্যে কথা বলেছে । তাই মিথ্যে প্রতিশ্রুতিতে আমরা দমব না । আমরা চাই 100 শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক । এই পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা নেই । সবাই দেখেছে রাজকুমার রায় গোটা শরীর নিয়ে গিয়ে তিনখণ্ড হয়ে ফিরেছিল । আমরা রাজকুমার হতে চাই না । আমাদের একটাই স্লোগান, কাকদ্বীপ থেকে কোচবিহার, আর হব না রাজকুমার ।

কৃষ্ণনগরে বিক্ষোভ ভোটকর্মীদের

তিনি আরও বলেন, "সেন্ট্রাল ফোর্স নয়, ভোটের ডিউটি নয় । শিক্ষক হিসাবে লজ্জা বোধ করছি যে আমাদের রাজ্যে এই অবস্থা । ভোট নেব না, কখনও বলব না । তবে, আমাদের সুরক্ষা চাই । নিরাপত্তা ওই টেবিলের তলায় লুকানো পুলিশ নয়, একমাত্র সেন্ট্রাল ফোর্সই দিতে পারে । আমরা DM অফিসে ডেপুটেশন জমা করেছি । আমরা হুঁশিয়ারি দিচ্ছি, যদি কেন্দ্রীয় বাহিনী না পাই আমরা ভোট বয়কট করব ।"

Intro:এবার পূর্ণ নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করলেন টো কর্মীরা। নদিয়ার কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র পৌরসভার মোড়ে রাস্তা অবরোধ করলেন একাধিক ভোট কর্মী। তাদের দাবি যদি না প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয় তাহলে তারা ভোট দানের কাজ বয়কট করবেন। আর তারা কেউ দ্বিতীয় রাজকুমার হতে চান না।Body:Krishnagar road jamConclusion:
Last Updated : Apr 20, 2019, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.