চাকদা, 8 ফেব্রুয়ারি : একমাস ধরে নিখোঁজ কিশোরীর মৃতদেহ উদ্ধার ৷ নদিয়ার শিমুরালির যাত্রাপুরে একটি সর্ষে ক্ষেত থেকে উদ্ধার হয় ওই কিশোরীর মৃতদেহ ৷ কিশোরীর আম্মা বানু মণ্ডলের অভিযোগ, তাঁর বড় জামাই আজিবুর মণ্ডল তাঁর মেয়েকে খুন করেছে ৷
মৃতার নাম সবনুর (16) ৷ বাড়ি নদিয়ার গাংনাপুর থানার রামেশ্বরপুরে ৷ পরিবার সূত্রে খবর, জানুয়ারির 8 তারিখ বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল সবনুর ৷ তারপর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ 10 জানুয়ারি গাংনাপুর থানায় পরিবারের পক্ষ থেকে মিসিং ডায়রি করা হয় ৷ সবনুরের আম্মার সন্দেহ ছিল তাঁর বড় জামাই আজিবুর মেয়েকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে ৷ আজিবুরের বাড়িতে গিয়েও খোঁজ করা হয় ৷ কিন্তু আজিবুর ও সবনুরের কোনও সন্ধান মেলেনি ৷
এরপর হঠাৎ-ই বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আজিবুরের ফোন আসে । জানায়, তার সব কাগজপত্র নিয়ে তাকে কৃষ্ণনগর থানায় আটক করে রেখেছিল পুলিশ ৷ তার ফোনও কেড়ে নিয়েছিল ৷ পাশাপাশি সবনুরের কথাও জিজ্ঞেস করে । সেই সময় ,সবনুরের আম্মা পাল্টা মেয়ের কথা জিজ্ঞেস করে তাকে । তখন সে অভিযোগ অস্বীকার করে । এবং জানায় , সন্ধ্যাবেলায় গাংনাপুর শনি মন্দিরের কাছে সে তাকে দেখেছে । কিন্তু সেখানে গিয়েও সবনুরের কোনও হদিশ পাওয়া যায়নি । অবশেষে শুক্রবার শিমুৱালীর যাত্রাপুরের এক সর্ষে খেতে সবনুরের মৃতদেহ দেখতে পায় গাংনাপুরের এক স্থানীয় বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কৃষ্ণনগর থানার পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।