ETV Bharat / state

নদিয়ায় ক্রিকেট খেলতে এসে দুর্ঘটনায় বর্ধমানের যুবকের মৃত্যু

ক্রিকেট খেলা ছিল নেশার মতো ৷ বন্ধুদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলতে যেতেন বছর তেইশের যুবক বাপি শেখ ৷ বুধবার খেলতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর ৷

author img

By

Published : Jul 23, 2021, 12:34 PM IST

নদিয়ায় ক্রিকেট খেলতে এসে দুর্ঘটনায় মৃত্যু বর্ধমানের যুবকের
নদিয়ায় ক্রিকেট খেলতে এসে দুর্ঘটনায় মৃত্যু বর্ধমানের যুবকের

কালীগঞ্জ, 23 জুলাই : নদিয়ায় ক্রিকেট খেলতে এসে মৃত্যু হল বর্ধমানের এক যুবকের ৷ মৃত যুবকের নাম বাপি শেখ (23) ৷

পূর্ব বর্ধমানের মিসবাপুরের বাসিন্দা তাঁতশিল্পী বাপি আগাগোড়াই ক্রিকেট খেলতে ভালবাসতেন ৷ তাই বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গাতে ক্রিকেট খেলতে যেতেন ৷ বুধবারও বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে নদিয়ার কালীগঞ্জের চাঁদঘরে ক্রিকেট খেলতে আসেন বাপি । বুধবার রাতে ক্রিকেট খেলার পর বৃহস্পতিবার সকালে চাঁদঘর থেকে বাইকে করে বাপি ও তাঁর দুই বন্ধু পলাশীর মীরাবাজারের এক হোটেলে খেতে যাচ্ছিলেন ৷ সেই সময় পলাশীর বেতাই রোডে পাঁচখেলার কাছে রাস্তায় গর্তের মধ্যে বাইকের চাকা পড়তেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশের গাছে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাপির ।

গুরুতর আহত হন অপর দুই বাইক আরোহী সাগর শেখ ও কামাল শেখ । অবস্থা দেখে তাঁদের পিছনে থাকা অন্যান্য সঙ্গীরা তৎক্ষণাৎ মীরা ফাঁড়ির পুলিশকে খবর দেন এবং বাপি-সহ আহতদের মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসকরা বাপি শেখকে মৃত বলে ঘোষণা করেন । অপর দুই আরোহী সাগর ও কামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন : করোনা বদলে দিল রুটিন, ঠান্ডা পানীয় বেচে সংসার চালাচ্ছে স্কুলপড়ুয়া

এরপর বাপির মৃতদেহ মীরা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসার পর সেখান থেকে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, মিশুকে স্বভাবের বাপি মূলত তাঁতশিল্পের সঙ্গে যুক্ত ছিল ৷ ক্রিকেট খেলা ছিল তাঁর নেশা ৷ বুধবারও বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিলেন ৷ কিন্তু আর বাড়ি ফেরা হল না বাপির ৷ ঘরে রয়েছে তাঁর স্ত্রী ও দুই বছরের ছেলে । পরিবারের একমাত্র রোজগেরে বাপির মৃত্যুতে মাথায় হাত পরিবারের ৷

কালীগঞ্জ, 23 জুলাই : নদিয়ায় ক্রিকেট খেলতে এসে মৃত্যু হল বর্ধমানের এক যুবকের ৷ মৃত যুবকের নাম বাপি শেখ (23) ৷

পূর্ব বর্ধমানের মিসবাপুরের বাসিন্দা তাঁতশিল্পী বাপি আগাগোড়াই ক্রিকেট খেলতে ভালবাসতেন ৷ তাই বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গাতে ক্রিকেট খেলতে যেতেন ৷ বুধবারও বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে নদিয়ার কালীগঞ্জের চাঁদঘরে ক্রিকেট খেলতে আসেন বাপি । বুধবার রাতে ক্রিকেট খেলার পর বৃহস্পতিবার সকালে চাঁদঘর থেকে বাইকে করে বাপি ও তাঁর দুই বন্ধু পলাশীর মীরাবাজারের এক হোটেলে খেতে যাচ্ছিলেন ৷ সেই সময় পলাশীর বেতাই রোডে পাঁচখেলার কাছে রাস্তায় গর্তের মধ্যে বাইকের চাকা পড়তেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশের গাছে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাপির ।

গুরুতর আহত হন অপর দুই বাইক আরোহী সাগর শেখ ও কামাল শেখ । অবস্থা দেখে তাঁদের পিছনে থাকা অন্যান্য সঙ্গীরা তৎক্ষণাৎ মীরা ফাঁড়ির পুলিশকে খবর দেন এবং বাপি-সহ আহতদের মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসকরা বাপি শেখকে মৃত বলে ঘোষণা করেন । অপর দুই আরোহী সাগর ও কামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ৷

আরও পড়ুন : করোনা বদলে দিল রুটিন, ঠান্ডা পানীয় বেচে সংসার চালাচ্ছে স্কুলপড়ুয়া

এরপর বাপির মৃতদেহ মীরা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসার পর সেখান থেকে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, মিশুকে স্বভাবের বাপি মূলত তাঁতশিল্পের সঙ্গে যুক্ত ছিল ৷ ক্রিকেট খেলা ছিল তাঁর নেশা ৷ বুধবারও বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিলেন ৷ কিন্তু আর বাড়ি ফেরা হল না বাপির ৷ ঘরে রয়েছে তাঁর স্ত্রী ও দুই বছরের ছেলে । পরিবারের একমাত্র রোজগেরে বাপির মৃত্যুতে মাথায় হাত পরিবারের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.