চন্দ্রপুর (নদিয়া), 13 মার্চ : তিন বছর ধরে সম্পর্ক এবং তিন মাস আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ কৃষ্ণগোপাল নায়েক নামে এক ব্যক্তির বিরুদ্ধে (A Woman Approaches Court Accused of Having Sex in Promise of Marriage) ৷ অভিযোগ জানান রানাঘাট থানার তারাপুর গ্রাম পঞ্চায়েতের এক মহিলা।
11 বছর আগে মহিলার বিয়ে হয়েছিল । তার একটি নাবালিকা কন্যা সন্তান রয়েছে । কিন্তু বিয়ের দুই বছর পর তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে যায় বলে জানান মহিলা । তারপর থেকে স্বামীর সঙ্গে আর কোনও সম্পর্ক নেই তাঁর ।
আরও পড়ুন : Bardhaman Road Accident : পিকআপ ভ্যানকে ওভারটেক, বর্ধমানে যাত্রীবাহী বাস উল্টে আহত 20
তিন বছর আগে তারাপুর গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণগোপাল নায়েক নামে এক ব্যক্তি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেয় বলে অভিযোগ । সেইমতো কৃষ্ণগোপালের সঙ্গে তিনি মেলামেশা শুরু করেন বলে জানান অভিযোগকারী মহিলা ।
মহিলার অভিযোগ, অভিযুক্ত কৃষ্ণগোপাল তাঁর বাড়িতে নিত্যদিন আসা-যাওয়া করত । এমনকী মহিলাও কৃষ্ণগোপালের বাড়ি যেতেন । তাদের মধ্যে যৌন সম্পর্ক স্থাপিত হয় ৷ কিন্তু ওই মহিলা যখন বিয়ের কথা বলেন দিনকয়েক আগে তখন তাঁকে কৃষ্ণগোপাল রাস্তায় মারধর করে বলে অভিযোগ । মহিলা পরবর্তীকালে যখন কৃষ্ণগোপালের বাড়ি যান তখন অভিযুক্ত এবং তার পরিবারের লোকজন তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলেও অভিযোগ ।
এরপর তিনি রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । কিন্তু পুলিশ কোনওরকম পদক্ষেপ না নেওয়ায় এসডিপিওর দ্বারস্থ হন মহিলা । রানাঘাট এসডিপিও অভিযোগ নিতে অস্বীকার করায় বাধ্য হয়ে রানাঘাট মহাকুমা আদালতে যান তিনি ।
অভিযোগকারী মহিলা বলেন, "তিন মাস আগে আমাকে সিঁদুর পরিয়ে দেয় কৃষ্ণগোপাল নায়েক ৷ ওর বাবা-মা-বোন-বোনাই অনুষ্ঠান করে, রেজিষ্ট্রি করে বিয়ে দেবেন বলেছিলেন ৷ কিন্তু বিয়ে করেনি ৷ দু‘মাস আগে ওর দেওয়া ফোনটা কেড়ে নেয় ৷ তারপর আর কোনও যোগাযোগ রাখে না আমার সঙ্গে ৷"
যদিও অভিযোগকারীর তোলা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত যুবকের পরিবার । তারা বলেন মারধরের ঘটনাটি মিথ্যা । অভিযুক্তের বাবা ব্রজেন নায়েক বলেন, "ছেলে ও মেয়ে দু‘জনে একসঙ্গে স্কুলে পড়ত ৷ ছেলে ও মেয়েটি কোনওদিন তাদের সম্পর্কের কথা জানায়নি আমাদের ৷ তার মা-বাবাও আমাায় কিছু জানায়নি ৷ মেয়েটা একদিন বাড়িতে এসে ছেলেকে ফোন করতে বলেছিল ৷ ছেলে বিয়ের প্রমাণ দিতে বলায়, বিয়ের প্রমাণ দিতে পারেননি মেয়েটি ৷ এর বেশি আমরা কিছু জানি না ৷"
আরও পড়ুন : Actress Rupa Dutta Arrested : পকেটমারির অভিযোগে বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত
এই ঘটনা সম্পর্কে মেয়ের মা জানান, "ছেলেটি প্রায়শই আমেদের বাড়িতে আসত ৷ খাওয়ার আসত ছেলেটির বাড়ি থেকে ৷ জন্মদিনে জামাকাপড় দিয়েছি আমরা ছেলেটিকে ৷ আমার নাতনিকেও খুব ভালোবাসত ছেলেটি ৷"
অভিযুক্ত রাজনীতি করে বলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ মহিলার ৷ তিনি চাইছেন হয় কৃষ্ণগোপাল নায়েক তাকে বিয়ে করুক না হলে আইন তাকে উপযুক্ত শাস্তি দিক ।