নদিয়া, 15 মার্চ : ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক খুদের (a student die in Road Accident in nadia) ৷ প্রতিদিনের মতো এদিনও সে স্কুলে যাচ্ছিল ৷ কিন্তু রাস্তায় তাকে পিষে দিল গাড়ি ৷ ঘটনাটি নদিয়ার গাংনাপুর থানার আইসমালি রাজ্য সড়কের ৷ মৃতের নাম মজিদ মণ্ডল ৷ প্রথম শ্রেণীর ছাত্র মজিদ ৷
জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বেরিয়ে আইসমালি ইউনাইটেড অ্যাকাডেমি প্রাইমারি স্কুলে যাচ্ছিল মজিদ। ঠিক তখনই উল্টো দিক থেকে আইসমালি মিল থেকে আটাবোঝাই একটি লরি ওই রাস্তা দিয়ে আসছিল। ঝড়ে গতিতে এসে গাড়িটি নিমেষেই ওই ছাত্রকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মজিদের । এরপরই উত্তেজিত জনতা আটার গাড়িটিকে আটকে আগুন লাগিয়ে দেয়।
অভিযোগ, এর আগেও ওই রাস্তায় একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। মূলত গাড়ির গতি নিয়ন্ত্রণে না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
আরও পড়ুন : পুলিশের তাড়ায় পালাতে গিয়ে বালিবোঝাই ট্রাকের ধাক্কা টোটোতে, মৃত দুই
খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাংনাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। রানাঘাট দমকলে খবর দেওয়া হলে একটি ইঞ্জিনের সহায়তায় গাড়ির আগুন নেভানো হয়। প্রশাসনের কড়া পদক্ষেপের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।