ETV Bharat / state

ইটভাটায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু শ্রমিকের

নদিয়ার নাকাশিপাড়া থানার শিবপুর ইটভাটায় প্রতিদিনের মত কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা । কিন্তু হঠাৎ কাজ করতে করতে আচমকা একটি দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । বাকিরা কোন রকমে পালিয়ে গেলেও দেওয়ালে চাপা পড়ে যান দুই শ্রমিক । অন্য শ্রমিকরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান । সেখানেই চিকিৎসকরা লক্ষ্মণ পালকে মৃত বলে ঘোষণা করেন ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 11, 2021, 5:18 PM IST

নাকাশিপাড়া (নদিয়া), 11 মার্চ : ইটভাটায় কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের । গুরুতর অবস্থায় আরো এক শ্রমিক ভর্তি হাসপাতালে । ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায় । মৃত শ্রমিকের নাম লক্ষ্মণ পাল, বয়স 40 ।

আরও পড়ুন : তৃণমূল ছেড়ে ছেলেকে নিয়ে বিজেপির পথে তেহট্টের বিদায়ী বিধায়ক

সূত্রের খবর, নদিয়ার নাকাশিপাড়া থানার শিবপুর ইটভাটায় প্রতিদিনের মত কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা । কিন্তু হঠাৎ কাজ করতে করতে আচমকা একটি দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । বাকিরা কোনওরকমে পালিয়ে গেলেও দেওয়ালে চাপা পড়ে যান দুই শ্রমিক । অন্য শ্রমিকরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । সেখানেই চিকিৎসকরা লক্ষ্মণ পালকে মৃত বলে ঘোষণা করে । অবস্থার অবনতি দেখে আরো এক শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

মৃত লক্ষণ পাল
মৃত লক্ষ্মণ পাল

আরও পড়ুন : প্রচারে নেমে গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খুললেন কৌশানী

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত শ্রমিকের পরিবার ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন । তাদের দাবি, ইটভাটার মালিকের গাফিলতির লক্ষ্মণ পালের ফলেই মৃত্যু হয়েছে। তারা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ । পুলিশ এসে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে । যদিও এই ঘটনায় এখনও ভাটা কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

নাকাশিপাড়া (নদিয়া), 11 মার্চ : ইটভাটায় কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের । গুরুতর অবস্থায় আরো এক শ্রমিক ভর্তি হাসপাতালে । ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায় । মৃত শ্রমিকের নাম লক্ষ্মণ পাল, বয়স 40 ।

আরও পড়ুন : তৃণমূল ছেড়ে ছেলেকে নিয়ে বিজেপির পথে তেহট্টের বিদায়ী বিধায়ক

সূত্রের খবর, নদিয়ার নাকাশিপাড়া থানার শিবপুর ইটভাটায় প্রতিদিনের মত কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা । কিন্তু হঠাৎ কাজ করতে করতে আচমকা একটি দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । বাকিরা কোনওরকমে পালিয়ে গেলেও দেওয়ালে চাপা পড়ে যান দুই শ্রমিক । অন্য শ্রমিকরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । সেখানেই চিকিৎসকরা লক্ষ্মণ পালকে মৃত বলে ঘোষণা করে । অবস্থার অবনতি দেখে আরো এক শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

মৃত লক্ষণ পাল
মৃত লক্ষ্মণ পাল

আরও পড়ুন : প্রচারে নেমে গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খুললেন কৌশানী

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত শ্রমিকের পরিবার ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন । তাদের দাবি, ইটভাটার মালিকের গাফিলতির লক্ষ্মণ পালের ফলেই মৃত্যু হয়েছে। তারা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ । পুলিশ এসে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে । যদিও এই ঘটনায় এখনও ভাটা কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.