ETV Bharat / state

রানাঘাটে মহিলার অশ্লীল ছবি ভাইরাল - a case filed at ranaghat court

সম্পর্কে বন্ধু হয়েও মহিলার ব্যক্তিগত ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করল এক ব্যক্তি । ঘটনায় পদক্ষেপ করেনি পুলিশ । নিরুপায় মহিলা অবশেষে আদালতে কেস করেন ।

রানাঘাটে মহিলার অশ্লীল ছবি ভাইরালের অভিযোগ
রানাঘাটে মহিলার অশ্লীল ছবি ভাইরালের অভিযোগ
author img

By

Published : Mar 12, 2021, 7:22 PM IST

রানাঘাট, 12 মার্চ : ব্যক্তিগত ছবি ভাইরাল করার অভিযোগ উঠল পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট এলাকায় । চলতি সপ্তাহের মঙ্গল ও বুধবার অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন রানাঘাট থানা ও রানাঘাট মহিলা থানায় । কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । অবশেষে পুলিশের বিরুদ্ধে ঘটনার অভিযোগ নিয়ে দ্বারস্থ হন রানাঘাট আদালতে ।

আরও পড়ুন : ইভটিজ়িং ও ব্যক্তিগত ছবি ভাইরালের হুমকি, শিলিগুড়িতে গ্রেপ্তার 2

অভিযুক্তের নাম অতনু কুণ্ডু । ওই মহিলার সঙ্গে অভিযুক্তের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে । অভিযোগ, অভিযুক্ত নানা অছিলায় ও ব্লাকমেল করে মোবাইল হাতিয়ে ব্যক্তিগত সব ছবি নিজের ফোনে নিয়ে নেয় । তারপর সেই ছবি বিভিন্ন সোশাল সাইটে পোস্ট করে ।

মহিলা জানান, ঘটনার কথা পুলিশকে জানালে তারা অভিযোগ নিতে অস্বীকার করে । শুধু পুলিশ নয়, এলাকার এসডিওকেও জানানো হয়েছে । কিন্তু কোনও সুরাহা মেলেনি । তাই অবশেষে বিচারের আশায় আদালতে দ্বারস্থ হতে বাধ্য হন ।

রানাঘাট, 12 মার্চ : ব্যক্তিগত ছবি ভাইরাল করার অভিযোগ উঠল পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট এলাকায় । চলতি সপ্তাহের মঙ্গল ও বুধবার অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন রানাঘাট থানা ও রানাঘাট মহিলা থানায় । কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । অবশেষে পুলিশের বিরুদ্ধে ঘটনার অভিযোগ নিয়ে দ্বারস্থ হন রানাঘাট আদালতে ।

আরও পড়ুন : ইভটিজ়িং ও ব্যক্তিগত ছবি ভাইরালের হুমকি, শিলিগুড়িতে গ্রেপ্তার 2

অভিযুক্তের নাম অতনু কুণ্ডু । ওই মহিলার সঙ্গে অভিযুক্তের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে । অভিযোগ, অভিযুক্ত নানা অছিলায় ও ব্লাকমেল করে মোবাইল হাতিয়ে ব্যক্তিগত সব ছবি নিজের ফোনে নিয়ে নেয় । তারপর সেই ছবি বিভিন্ন সোশাল সাইটে পোস্ট করে ।

মহিলা জানান, ঘটনার কথা পুলিশকে জানালে তারা অভিযোগ নিতে অস্বীকার করে । শুধু পুলিশ নয়, এলাকার এসডিওকেও জানানো হয়েছে । কিন্তু কোনও সুরাহা মেলেনি । তাই অবশেষে বিচারের আশায় আদালতে দ্বারস্থ হতে বাধ্য হন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.