ETV Bharat / state

বিয়েবাড়ি যাওয়ার পথে বাস দুর্ঘটনা, আহত 42 - A bus fell in a dent

বিয়েবাড়ি যাওয়ার পথে বাস দুর্ঘটনায় আহত হলেন 42 জন ৷ অভিযোগ, চালক মদ্যপান করেছিল ৷

আহত
author img

By

Published : Aug 16, 2019, 12:59 PM IST

নাকাশিপাড়া, 16 অগাস্ট : বিয়েবাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের গর্তে পড়ল বাস ৷ আহত হয়েছেন 42 জন । তিনজনের অবস্থা গুরুতর । ঘটনাটি নাকাশিপাড়ার গড়েয়া খড়ের মাঠের ৷

গতকাল গড়েয়া খড়ের মাঠ এলাকার এক যুবকের সঙ্গে কালিগঞ্জের চর্চাপঞ্জি গ্রামের এক যুবতির বিয়ে ছিল ৷ সেজন্য রাত 11টা নাগাদ একটি বাসে করে বরপক্ষের লোকজন যাচ্ছিল ৷ বাসে ছিলেন 42 জন ৷ ছাড়ার কিছুক্ষণ পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গর্তে পড়ে যায় ৷ তাঁদের উদ্ধার করে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আহত হয় বেশ কয়েকজন শিশু ও মহিলা ৷ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

বাসযাত্রীদের অভিযোগ, চালক মদ্যপান করেছিল ৷ ফলে সরু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷

নাকাশিপাড়া, 16 অগাস্ট : বিয়েবাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের গর্তে পড়ল বাস ৷ আহত হয়েছেন 42 জন । তিনজনের অবস্থা গুরুতর । ঘটনাটি নাকাশিপাড়ার গড়েয়া খড়ের মাঠের ৷

গতকাল গড়েয়া খড়ের মাঠ এলাকার এক যুবকের সঙ্গে কালিগঞ্জের চর্চাপঞ্জি গ্রামের এক যুবতির বিয়ে ছিল ৷ সেজন্য রাত 11টা নাগাদ একটি বাসে করে বরপক্ষের লোকজন যাচ্ছিল ৷ বাসে ছিলেন 42 জন ৷ ছাড়ার কিছুক্ষণ পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গর্তে পড়ে যায় ৷ তাঁদের উদ্ধার করে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আহত হয় বেশ কয়েকজন শিশু ও মহিলা ৷ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

বাসযাত্রীদের অভিযোগ, চালক মদ্যপান করেছিল ৷ ফলে সরু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷

Intro:বরযাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হলো 42 জন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার গড়েয়া খড়ের মাঠ এলাকায়।
জানা যায়, নদীয়ার নাকাশিপাড়া থানার গড়িয়া ঘরের মাঠ এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে কালিগঞ্জ থানার চর্চা পঞ্জি গ্রামে এক যুবতীর বিবাহ ঠিক হয়। সেইমতো গতকাল রাতে বরযাত্রী যাচ্ছিলেন ওই এলাকার প্রায় 42 জন। বাড়ি থেকে মাত্র 300 মিটার দূরেই এই দুর্ঘটনা ঘটে। রাস্তা সরু হওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 4 পাল্টি খেয়ে খাদে উল্টে যায়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই বর যাত্রীদের মধ্যে মহিলা এবং শিশু ও ছিল বলে জানা যায়। যাত্রীদের অভিযোগ, রাস্তা সরু হওয়ার কারণেই এই দুর্ঘটনা। এর পাশাপাশি তারা অভিযোগ করেন বাসের চালক মদ্যপান অবস্থায় ছিলেন তার কারণ হতে পারে এই দুর্ঘটনা। যদিও এই ঘটনায় কারো মৃত্যু হয়নি বলে জানা গেছে।Body:NAKASHIPARA BUS ACCIDENTConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.