নাকাশিপাড়া, 16 অগাস্ট : বিয়েবাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের গর্তে পড়ল বাস ৷ আহত হয়েছেন 42 জন । তিনজনের অবস্থা গুরুতর । ঘটনাটি নাকাশিপাড়ার গড়েয়া খড়ের মাঠের ৷
গতকাল গড়েয়া খড়ের মাঠ এলাকার এক যুবকের সঙ্গে কালিগঞ্জের চর্চাপঞ্জি গ্রামের এক যুবতির বিয়ে ছিল ৷ সেজন্য রাত 11টা নাগাদ একটি বাসে করে বরপক্ষের লোকজন যাচ্ছিল ৷ বাসে ছিলেন 42 জন ৷ ছাড়ার কিছুক্ষণ পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গর্তে পড়ে যায় ৷ তাঁদের উদ্ধার করে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আহত হয় বেশ কয়েকজন শিশু ও মহিলা ৷ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷
বাসযাত্রীদের অভিযোগ, চালক মদ্যপান করেছিল ৷ ফলে সরু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷