কল্যানী, 27 এপ্রিল : গয়েশপুর পুরসভা ও কল্যানী মহকুমা প্রশাসনের উদ্যোগে সচেতনতার বার্তা ও মাস্ক বিতরণ । এর পাশাপাশি আইন অমান্য করলে করা পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের পক্ষ থেকে ।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আতঙ্ক গ্রাস করেছে রাজ্যবাসীকে ৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ কিন্তু এসবের মাঝেও এখনও বিপুল সংখ্যক মানুষের মধ্যে দেখা যাচ্ছে সচেতনতার অভাব ৷ তারা মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ছে রাস্তায় ৷ মানছেন না সামাজিক দূরত্বের বিধিও ৷ ফলে বেড়ে চলেছে সংক্রমণের মাত্রা ৷ এর থেকে বাদ পড়েনি নদিয়া জেলার গয়েশপুরও । তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন গয়েশপুর পুরসভা ও কল্যানী মহকুমা প্রশাসনেরর কর্মকর্তারা ৷ পথ চলতি মানুষদের বিলি করলেন মাস্ক ৷ এছাড়াও মাইক বাজিয়ে প্রচার করলেন ভয় না পেয়ে কীভাবে করোনা বিধি মেনে এর হতাশা থেকে নিস্তার পাওয়া সম্ভব ৷
এদিন গয়েসপুর এলাকার রাস্তা-ঘাটে এবং বিভিন্ন বাজারে অভিযান চালায় ৷ পথ চলতি মানুষদের মধ্য যাঁরা মাস্ক পড়েননি তাঁদের মাস্ক দেন ৷ পাশাপাশি স্যানিটাইজ করা হয় গোটা এলাকা ৷ এও বলা হয় যদি এলাকাবাসীরা করোনা বিধি না মেনে চলেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷
আরও পড়ুন : করোনায় আক্রান্ত ঋজু ঘোষাল