ETV Bharat / state

Girl Child Death : কৃষ্ণনগরে চিকিৎসার গাফিলতিতে 9 মাসের শিশুকন্যার মৃত্যুর অভিযোগ

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু 9 মাসের শিশুকন্যার ৷ এই অভিযোগে সরকারি হাসপাতালে বিক্ষোভ ৷ ঘটনাস্থলে পুলিশ (Girl Child Death) ৷

Girl Child Death
চিকিৎসার গাফিলতিতে মৃত্যু 9 মাসের শিশু কন্যার, অভিযোগে সরকারি হাসপাতালে বিক্ষোভ
author img

By

Published : Apr 7, 2022, 2:22 PM IST

নদিয়া, 7 এপ্রিল : চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল 9 মাসের শিশুকন্যার (Girl Child Death)৷ ঘটনাটি ঘটে নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে ৷ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ৷

জানা যায়, মৃত শিশুকন্যার নাম অতৃকা চক্রবর্তী। মা পূজা চক্রবর্তী ৷ কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত আনন্দময়ীতলার বাসিন্দা ৷ পরিবার সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে বুধবার সকাল 11 টার সময় কৃষ্ণনগর সদর হাসপাতালের আউটডোর ডাঃ সুজয় সাহাকে দেখান। তিনি বাচ্চাটিকে জেলা সদর হাসপাতালে মাতৃমাতে ভর্তি করতে বলেন । এরপর চিকিৎসা চলাকালীনই আনুমানিক রাত দশটা নাগাদ শিশুটি মারা যায় । পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ বাচ্চা কোনওরকম চিকিৎসা পরিষেবা পায়নি ৷ চিকিৎসায় সহযোগিতা না পাওয়ার জন্য বাচ্চাটি শেষমেশ মারা যায়। যদিও কর্তব্যরত চিকিৎসক সুজয় সাহা দাবি করেন, বাচ্চাটির সম্পূর্ণ চিকিৎসা হয়েছে এবং বাচ্চাটির ঠান্ডা লাগার কারণে মারা গেছে ।

আরও পড়ুন : বেহালায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যু, কাঠগড়ায় নার্সিংহোম

আর এরপরেই জেলা সদর হাসপাতালে মাতৃমার চাইল্ড কেয়ারের মধ্যেই তুমুল হট্টগোল শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

নদিয়া, 7 এপ্রিল : চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল 9 মাসের শিশুকন্যার (Girl Child Death)৷ ঘটনাটি ঘটে নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে ৷ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ৷

জানা যায়, মৃত শিশুকন্যার নাম অতৃকা চক্রবর্তী। মা পূজা চক্রবর্তী ৷ কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত আনন্দময়ীতলার বাসিন্দা ৷ পরিবার সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে বুধবার সকাল 11 টার সময় কৃষ্ণনগর সদর হাসপাতালের আউটডোর ডাঃ সুজয় সাহাকে দেখান। তিনি বাচ্চাটিকে জেলা সদর হাসপাতালে মাতৃমাতে ভর্তি করতে বলেন । এরপর চিকিৎসা চলাকালীনই আনুমানিক রাত দশটা নাগাদ শিশুটি মারা যায় । পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ বাচ্চা কোনওরকম চিকিৎসা পরিষেবা পায়নি ৷ চিকিৎসায় সহযোগিতা না পাওয়ার জন্য বাচ্চাটি শেষমেশ মারা যায়। যদিও কর্তব্যরত চিকিৎসক সুজয় সাহা দাবি করেন, বাচ্চাটির সম্পূর্ণ চিকিৎসা হয়েছে এবং বাচ্চাটির ঠান্ডা লাগার কারণে মারা গেছে ।

আরও পড়ুন : বেহালায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যু, কাঠগড়ায় নার্সিংহোম

আর এরপরেই জেলা সদর হাসপাতালে মাতৃমার চাইল্ড কেয়ারের মধ্যেই তুমুল হট্টগোল শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.