ETV Bharat / state

Minor Girl Raped: ষষ্ঠ শ্রেণির পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়র বিরুদ্ধে - 55 years old person accused a minor girl rape

নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী প্রৌঢ় ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷ নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে খুঁজছে পুলিশ ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 20, 2023, 10:53 PM IST

কৃষ্ণগঞ্জ (নদিয়া), 20 এপ্রিল: 55 বছর বয়সী প্রতিবেশী প্রৌঢ়র লালসার শিকার ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ৷ একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী ওই প্রৌঢ়ের বিরুদ্ধে ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকায় ।

মঙ্গলবার নাবালিকা ছাত্রীটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশীর খোঁজে তল্লাশি শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । ঘটনায় অভিযুক্ত ওই প্রতিবেশী ও তাঁর এক আত্মীয় এলাকায় শাসকদলের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ৷ প্রতিবেশী হওয়ার সুবাদে নির্যাতিতা ছাত্রীটির বাড়িতে দীর্ঘদিন ধরে যাতায়াত ছিল অভিযুক্ত ব্যক্তির । পরিবারের অভিযোগ, নির্যাতিতার বাবা পেশায় একজন দিনমজুর । পারিবারিক দৈন্যতার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অছিলায় এর আগেও স্থানীয় একটি বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ছাত্রীটিকে ধর্ষণ করে ৷ ঘটনা সম্পর্কে কাউকে কিছু জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় নাবালিকাকে ৷

গত সোমবার একইভাবে ছাত্রীটিকে তার বাড়ির পার্শ্ববর্তী বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার সময় দেখে ফেলেন এলাকাবাসীরা । বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে । এলাকায় পরিচিত দাপুটে ব্যক্তি হিসেবে প্রাথমিকভাবে কেউ মুখ না খুললেও মঙ্গলবার সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে কৃষ্ণগঞ্জ থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর পরিবার ।

যদিও এই ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত । পাশাপাশি মোটা অংকের টাকার বিনিময়ে কেস তুলে নেওয়ার জন্য নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের কাছে দাবি জানায় অভিযুক্তের স্ত্রী । কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে অভিযুক্ত প্রতিবেশীর আইনানুগ শাস্তির দাবি জানিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও আইনের উপর ভরসা রেখেছেন নির্যাতিতা ছাত্রীদের বাবা-মা ও এলাকাবাসীরা ।

এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানান কৃষ্ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বাপিন মুখোপাধ্যায় । পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন ও কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও নির্যাতিতা নাবালিকা ছাত্রীটির পরিবারকে আশ্বাস দেন তিনি ।

আগামী দিনে যেন কেউ এই ধরনের অপকর্ম করতে সাহস না পায় তার জন্য অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা । যদিও এই ঘটনার পরে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে এক প্রকার নিজের স্বামীর শাস্তির দাবি জানান অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ।

আরও পড়ুন : নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

কৃষ্ণগঞ্জ (নদিয়া), 20 এপ্রিল: 55 বছর বয়সী প্রতিবেশী প্রৌঢ়র লালসার শিকার ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ৷ একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী ওই প্রৌঢ়ের বিরুদ্ধে ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকায় ।

মঙ্গলবার নাবালিকা ছাত্রীটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশীর খোঁজে তল্লাশি শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । ঘটনায় অভিযুক্ত ওই প্রতিবেশী ও তাঁর এক আত্মীয় এলাকায় শাসকদলের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ৷ প্রতিবেশী হওয়ার সুবাদে নির্যাতিতা ছাত্রীটির বাড়িতে দীর্ঘদিন ধরে যাতায়াত ছিল অভিযুক্ত ব্যক্তির । পরিবারের অভিযোগ, নির্যাতিতার বাবা পেশায় একজন দিনমজুর । পারিবারিক দৈন্যতার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অছিলায় এর আগেও স্থানীয় একটি বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ছাত্রীটিকে ধর্ষণ করে ৷ ঘটনা সম্পর্কে কাউকে কিছু জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় নাবালিকাকে ৷

গত সোমবার একইভাবে ছাত্রীটিকে তার বাড়ির পার্শ্ববর্তী বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার সময় দেখে ফেলেন এলাকাবাসীরা । বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে । এলাকায় পরিচিত দাপুটে ব্যক্তি হিসেবে প্রাথমিকভাবে কেউ মুখ না খুললেও মঙ্গলবার সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে কৃষ্ণগঞ্জ থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর পরিবার ।

যদিও এই ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত । পাশাপাশি মোটা অংকের টাকার বিনিময়ে কেস তুলে নেওয়ার জন্য নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের কাছে দাবি জানায় অভিযুক্তের স্ত্রী । কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে অভিযুক্ত প্রতিবেশীর আইনানুগ শাস্তির দাবি জানিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও আইনের উপর ভরসা রেখেছেন নির্যাতিতা ছাত্রীদের বাবা-মা ও এলাকাবাসীরা ।

এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানান কৃষ্ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বাপিন মুখোপাধ্যায় । পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন ও কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও নির্যাতিতা নাবালিকা ছাত্রীটির পরিবারকে আশ্বাস দেন তিনি ।

আগামী দিনে যেন কেউ এই ধরনের অপকর্ম করতে সাহস না পায় তার জন্য অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা । যদিও এই ঘটনার পরে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে এক প্রকার নিজের স্বামীর শাস্তির দাবি জানান অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ।

আরও পড়ুন : নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.