ETV Bharat / state

Horrific Accident in Nadia: মারুতিকে পিষে দিল লরি, 2 শিশু-সহ মৃত 5 - নাকাশিপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত 5

দুটি গাড়িই দ্রুত বেগে আসছিল ৷ যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে 10 চাকা গাড়ির তলায় পিষে যায় মারুতি ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান এক মহিলা ও দুই শিশু-সহ দুই যুবক ৷ নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ঘটনা(Nakashipara Accident)৷

Etv Bharat
লরির তলায় পিষে গেল মারুতি
author img

By

Published : Oct 28, 2022, 10:19 AM IST

Updated : Oct 28, 2022, 11:49 AM IST

নাকাশিপাড়া, 28 অক্টোবর: সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ দশ চাকার লরি এবং মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পাঁচজনের । যার মধ্যে রয়েছে এক মহিলা ও দুই শিশু-সহ দুই যুবকের । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার 34 নম্বর জাতীয় সড়কে(5 Spot Death in a Road Accident in Nakashipara)।

জানা গিয়েছে, নাকাশিপাড়া থানার 34 নম্বর জাতীয় সড়কের টোল প্লাজা থেকে কিছুটা দূরে একটি মারুতি আসছিল ৷ তখনই উলটো দিক থেকে যাচ্ছিল একটি 10 চাকার লরি । দুটি গাড়িরই গতিবেগ বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সামনাসামনি ধাক্কা মারে । লরির তলায় পড়ে কার্যত পিষে যায় ওই মারুতিটি । এমনকি এভাবে বেশ কিছুটা রাস্তা মারুতিটিকে টেনে নিয়ে যায় লরিটি ৷ যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুতিতে থাকা পাঁচজনের ৷

নাকাশিপাড়ায় পথ দুর্ঘটনার জেরে মৃত পাঁচ

আরও পড়ুন : ফোঁটা নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ভাইয়ের

খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুই শিশু এক মহিলা এবং দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের সকলকেই মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় স্থানীয়দের দাবি, রাস্তা তৈরির কাজ এখনও সম্পূর্ণ হয়নি । সেই কারণে কখনও টু ওয়ে থেকে ওয়ান ওয়ে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা লেগেই থাকছে । এটিও সেই জন্যেই হয়েছে ৷

সকালে দুর্ঘটনা হওয়ার কারণে বেশি পথচারী না থাকায় উদ্ধার কাজে সময় লেগে যায় । কয়েকজন পথচারী প্রাথমিকভাবে ওই যাত্রীদের গাড়ি থেকে বের করার চেষ্টা করে । তবে মৃতদেহগুলির পরিচয় এখনও সনাক্ত করা যায়নি । দুর্ঘটনার কারণ-সহ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন : পথদুর্ঘটনায় বাইকচালকদের মৃত্যুর সম্ভাবনা 27 গুণ বেশি, দাবি গবেষণায়

নাকাশিপাড়া, 28 অক্টোবর: সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ দশ চাকার লরি এবং মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পাঁচজনের । যার মধ্যে রয়েছে এক মহিলা ও দুই শিশু-সহ দুই যুবকের । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার 34 নম্বর জাতীয় সড়কে(5 Spot Death in a Road Accident in Nakashipara)।

জানা গিয়েছে, নাকাশিপাড়া থানার 34 নম্বর জাতীয় সড়কের টোল প্লাজা থেকে কিছুটা দূরে একটি মারুতি আসছিল ৷ তখনই উলটো দিক থেকে যাচ্ছিল একটি 10 চাকার লরি । দুটি গাড়িরই গতিবেগ বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সামনাসামনি ধাক্কা মারে । লরির তলায় পড়ে কার্যত পিষে যায় ওই মারুতিটি । এমনকি এভাবে বেশ কিছুটা রাস্তা মারুতিটিকে টেনে নিয়ে যায় লরিটি ৷ যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুতিতে থাকা পাঁচজনের ৷

নাকাশিপাড়ায় পথ দুর্ঘটনার জেরে মৃত পাঁচ

আরও পড়ুন : ফোঁটা নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ভাইয়ের

খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুই শিশু এক মহিলা এবং দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের সকলকেই মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় স্থানীয়দের দাবি, রাস্তা তৈরির কাজ এখনও সম্পূর্ণ হয়নি । সেই কারণে কখনও টু ওয়ে থেকে ওয়ান ওয়ে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা লেগেই থাকছে । এটিও সেই জন্যেই হয়েছে ৷

সকালে দুর্ঘটনা হওয়ার কারণে বেশি পথচারী না থাকায় উদ্ধার কাজে সময় লেগে যায় । কয়েকজন পথচারী প্রাথমিকভাবে ওই যাত্রীদের গাড়ি থেকে বের করার চেষ্টা করে । তবে মৃতদেহগুলির পরিচয় এখনও সনাক্ত করা যায়নি । দুর্ঘটনার কারণ-সহ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন : পথদুর্ঘটনায় বাইকচালকদের মৃত্যুর সম্ভাবনা 27 গুণ বেশি, দাবি গবেষণায়

Last Updated : Oct 28, 2022, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.