শান্তিপুর, 11 এপ্রিল : লকডাউনের জেরে জাহাজে আটকে 37 ক্রু সদস্য । জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না তাঁদের । প্রায় না খেয়েই দিন কাটাতে হচ্ছে জাহাজ কর্মীদের ৷ গত 2 এপ্রিল কলকাতা থেকে IWI - এর একটি জাহাজ স্থানান্তরিত করতে এসেছিলেন কয়েকজন ক্রু সদস্য ৷ কিন্তু শান্তিপুরের গুপ্তিপাড়া ঘাটে এসে তাঁরা আটকে পড়েন ৷ ফলে লকডাউনের জেরে জাহাজে বন্দী অবস্থায় থাকতে হয় ওই 37 জন ক্রু সদস্যকে ৷
তাঁদের অভিযোগ, স্থানীয়রা তাদের জাহাজ থেকে নামতে দিচ্ছে না ৷ স্থানীয়দের বক্তব্য, তাঁরা অন্য জায়গা থেকে এসেছে সেকারণে তাঁদের কোরোনা সংক্রমণ থাকতে পারে ৷ মূলত সেই সন্দেহবশত তাঁদেরকে বাজার করতে দেওয়া হচ্ছে না । নিরূপায় অবস্থায় তাঁদের না খেয়ে দিন কাটাতে হচ্ছে ৷
জাহাজের এক ক্রু সদস্য শেখ সাদ্দাম হোসেন বলেন, " আমরা কলকাতা থেকে গত 2 এপ্রিল রওনা দিয়েছিলাম । কলকাতায় আমাদের মেডিকেল পরীক্ষা করানো হয় ৷ সেই সার্টিফিকেট আমাদের কাছে রয়েছে । আমরা মোট 37 জন । তাঁদের মধ্যে শুধুমাত্র 4 জন বাঙালি ৷ বাকিরা কেউ কেরালা থেকে এসেছেন, কেউ বা ছত্তিশগড় থেকে । সেই সন্দেহবশত আমাদেরকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না । "
এবিষয়ে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বলেন, "আমরা ইতিমধ্যেই সকলের মেডিকেল রিপোর্ট পরীক্ষা করেছি । পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের আমরা বুঝিয়েছি ৷ বাইরে থেকে কেউ এলেই কোরোনা সংক্রমণ নিয়ে আসবে এমনটা নয় । স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা হয়েছে ৷ তাঁরা যাতে ঠিকমতো পানীয় জল এবং খাবারের জোগান পান তার ব্যবস্থা করা হচ্ছে । " যতদিন লকডাউন না কাটবে ততদিন তাঁদের এই জাহাজেই আটকে থাকতে হবে । এই অবস্থায় কবে লকডাউন কাটবে এবং প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না সেদিকেই তাকিয়ে রয়েছে জাহাজের কর্মীরা ।