ETV Bharat / state

37 জন ক্রু সদস্য-সহ আটকে জাহাজ, দিন কাটছে অনাহারে

গত 2 এপ্রিল কলকাতা থেকে IWI - এর একটি জাহাজ স্থানান্তরিত করতে এসেছিলেন কয়েকজন ক্রু সদস্য ৷ কিন্তু শান্তিপুরের গুপ্তিপাড়া ঘাটে এসে তাঁরা আটকে পড়েন ৷

37 ship crew members are in trouble due to lockdown in shantipur nadia
37 জন ক্রু মেম্বারসহ আটকে জাহাজ, দিন কাটছে অনাহারে
author img

By

Published : Apr 11, 2020, 4:30 PM IST

শান্তিপুর, 11 এপ্রিল : লকডাউনের জেরে জাহাজে আটকে 37 ক্রু সদস্য । জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না তাঁদের । প্রায় না খেয়েই দিন কাটাতে হচ্ছে জাহাজ কর্মীদের ৷ গত 2 এপ্রিল কলকাতা থেকে IWI - এর একটি জাহাজ স্থানান্তরিত করতে এসেছিলেন কয়েকজন ক্রু সদস্য ৷ কিন্তু শান্তিপুরের গুপ্তিপাড়া ঘাটে এসে তাঁরা আটকে পড়েন ৷ ফলে লকডাউনের জেরে জাহাজে বন্দী অবস্থায় থাকতে হয় ওই 37 জন ক্রু সদস্যকে ৷

তাঁদের অভিযোগ, স্থানীয়রা তাদের জাহাজ থেকে নামতে দিচ্ছে না ৷ স্থানীয়দের বক্তব্য, তাঁরা অন্য জায়গা থেকে এসেছে সেকারণে তাঁদের কোরোনা সংক্রমণ থাকতে পারে ৷ মূলত সেই সন্দেহবশত তাঁদেরকে বাজার করতে দেওয়া হচ্ছে না । নিরূপায় অবস্থায় তাঁদের না খেয়ে দিন কাটাতে হচ্ছে ৷

জাহাজের এক ক্রু সদস্য শেখ সাদ্দাম হোসেন বলেন, " আমরা কলকাতা থেকে গত 2 এপ্রিল রওনা দিয়েছিলাম । কলকাতায় আমাদের মেডিকেল পরীক্ষা করানো হয় ৷ সেই সার্টিফিকেট আমাদের কাছে রয়েছে । আমরা মোট 37 জন । তাঁদের মধ্যে শুধুমাত্র 4 জন বাঙালি ৷ বাকিরা কেউ কেরালা থেকে এসেছেন, কেউ বা ছত্তিশগড় থেকে । সেই সন্দেহবশত আমাদেরকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না । "

37 ship crew members are in trouble due to lockdown in shantipur nadia
লকডাউন এর জেরে জাহাজে আটকে রয়েছে মেম্বাররা

এবিষয়ে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বলেন, "আমরা ইতিমধ্যেই সকলের মেডিকেল রিপোর্ট পরীক্ষা করেছি । পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের আমরা বুঝিয়েছি ৷ বাইরে থেকে কেউ এলেই কোরোনা সংক্রমণ নিয়ে আসবে এমনটা নয় । স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা হয়েছে ৷ তাঁরা যাতে ঠিকমতো পানীয় জল এবং খাবারের জোগান পান তার ব্যবস্থা করা হচ্ছে । " যতদিন লকডাউন না কাটবে ততদিন তাঁদের এই জাহাজেই আটকে থাকতে হবে । এই অবস্থায় কবে লকডাউন কাটবে এবং প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না সেদিকেই তাকিয়ে রয়েছে জাহাজের কর্মীরা ।

শান্তিপুর, 11 এপ্রিল : লকডাউনের জেরে জাহাজে আটকে 37 ক্রু সদস্য । জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না তাঁদের । প্রায় না খেয়েই দিন কাটাতে হচ্ছে জাহাজ কর্মীদের ৷ গত 2 এপ্রিল কলকাতা থেকে IWI - এর একটি জাহাজ স্থানান্তরিত করতে এসেছিলেন কয়েকজন ক্রু সদস্য ৷ কিন্তু শান্তিপুরের গুপ্তিপাড়া ঘাটে এসে তাঁরা আটকে পড়েন ৷ ফলে লকডাউনের জেরে জাহাজে বন্দী অবস্থায় থাকতে হয় ওই 37 জন ক্রু সদস্যকে ৷

তাঁদের অভিযোগ, স্থানীয়রা তাদের জাহাজ থেকে নামতে দিচ্ছে না ৷ স্থানীয়দের বক্তব্য, তাঁরা অন্য জায়গা থেকে এসেছে সেকারণে তাঁদের কোরোনা সংক্রমণ থাকতে পারে ৷ মূলত সেই সন্দেহবশত তাঁদেরকে বাজার করতে দেওয়া হচ্ছে না । নিরূপায় অবস্থায় তাঁদের না খেয়ে দিন কাটাতে হচ্ছে ৷

জাহাজের এক ক্রু সদস্য শেখ সাদ্দাম হোসেন বলেন, " আমরা কলকাতা থেকে গত 2 এপ্রিল রওনা দিয়েছিলাম । কলকাতায় আমাদের মেডিকেল পরীক্ষা করানো হয় ৷ সেই সার্টিফিকেট আমাদের কাছে রয়েছে । আমরা মোট 37 জন । তাঁদের মধ্যে শুধুমাত্র 4 জন বাঙালি ৷ বাকিরা কেউ কেরালা থেকে এসেছেন, কেউ বা ছত্তিশগড় থেকে । সেই সন্দেহবশত আমাদেরকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না । "

37 ship crew members are in trouble due to lockdown in shantipur nadia
লকডাউন এর জেরে জাহাজে আটকে রয়েছে মেম্বাররা

এবিষয়ে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বলেন, "আমরা ইতিমধ্যেই সকলের মেডিকেল রিপোর্ট পরীক্ষা করেছি । পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের আমরা বুঝিয়েছি ৷ বাইরে থেকে কেউ এলেই কোরোনা সংক্রমণ নিয়ে আসবে এমনটা নয় । স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা হয়েছে ৷ তাঁরা যাতে ঠিকমতো পানীয় জল এবং খাবারের জোগান পান তার ব্যবস্থা করা হচ্ছে । " যতদিন লকডাউন না কাটবে ততদিন তাঁদের এই জাহাজেই আটকে থাকতে হবে । এই অবস্থায় কবে লকডাউন কাটবে এবং প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না সেদিকেই তাকিয়ে রয়েছে জাহাজের কর্মীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.