নবদ্বীপ, 24 জুন: কাজ করেনি তৃণমূল ৷ রাজ্যজুড়ে শুধু চুরি করেছে ! সেই কারণে তৃণমূল করলেই মিলছে চুরির অপবাদ ৷ এমনটা দাবি করে এই চুরির অপবাদ থেকে মুক্তি পেতে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করল প্রায় 30টি পরিবার । শুক্রবার বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন ওই পরিবারের সদস্যরা। নদিয়ার নবদ্বীপ থানার কানাইনগর বটতলা এলাকার ঘটনা ।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে আর মাত্র কয়েকদিন বাকি । শেষ হয়েছে মনোনয়নপত্র জমা এবং প্রত্যাহারের কাজ । ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল থেকে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলি । শুরু হয়েছে জায়গায় জায়গায় দেওয়াল লিখণের কাজ ৷ তারই মধ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে দলবদলের হিড়িক দেখা যাচ্ছে । কোথাও বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করছে নেতা থেকে কর্মীরা ৷ আবার কোথাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার ধুম । পিছিয়ে নেই কংগ্রেসও ৷ মনোনয়ন জমা দেওয়ার আগে ও পরে অনেক বিজেপি এবং তৃণমূল নেতৃত্বকে হাত শিবিরে যোগ দিতে দেখা গিয়েছে ৷
ঠিক তেমনই গতকাল রাতে নদিয়া জেলার নবদ্বীপ থানার কানাইগর বটতলা এলাকায় প্রায় 30টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল । তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ওই এলাকার বিজেপির নেতৃত্বরা । এ বিষয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা তৃণমূল নেতা সুখদেব পাল বলেন, "রাস্তায় বেরোলেই আমাদেরকে শুনতে হয় তৃণমূলের চোর তৃণমূলের চোর । সেই কারণে চোরেদের দল ছেড়ে আমরা বিজেপিতে যোগদান করলাম ।" আগামীতে বিজেপি এখানে জয়লাভ করবে বলেই দাবি তাঁর ।
আরও পড়ুন: অনুব্রতর গড়ে তৃণমূল ভেঙে কংগ্রেসে যোগদান 500 কর্মীর
এ বিষয়ে জেলা পরিষদ 26-এর সভাপতি বিজেপি নেতা মধুসূদন সেন বলেন, "তৃণমূল ছেড়ে এ দিন 30টি পরিবার বিজেপিতে যোগদান করল । আগামীতে বিজেপি এখানে আরও শক্তিশালী হবে ।"