ETV Bharat / state

বজ্রপাতে দুই জেলায় মৃত 3, আশঙ্কাজনক আরও 2

রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রপাত-সহ প্রচণ্ড বৃষ্টি শুরু হয় গতকাল ৷ উত্তর 24 পরগনা, নদিয়ার রানাঘাটে সব মিলিয়ে বজ্রপাতে মারা গিয়েছেন 3 জন ৷ নদিয়ায় গুরুতর অসুস্থ 2 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷

বজ্রপাতে আহতের চিকিৎসা চলছে হাসপাতালে
বজ্রপাতে আহতের চিকিৎসা চলছে হাসপাতালে
author img

By

Published : May 23, 2021, 12:14 PM IST

রানাঘাট, 23 মে : রাজ্যে বজ্রপাতে মৃত্যু হল 3 জনের ৷ গুরুতর আহত হলেন 2 জন ৷

নদিয়ার রানাঘাটে বজ্রপাতে মৃত্যু হয় দু'জনের ৷ আরও দু'জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি । গতকাল বৃষ্টি শুরু হওয়ার পর রানাঘাট থানা এলাকার শিবপুরে রাস্তার পাশে একটি ছাউনিতে দাঁড়িয়ে ছিল বছর 15-র অয়ন মুহুরী । এবারের মাধ্যমিক পরীক্ষার্থী । তখনই তীব্র গতিতে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে বজ্রপাতে তার মৃত্যু হয় । অন্যদিকে রানাঘাটের কায়েতপাড়া এলাকায় একইভাবে মৃত্যু হয় রাজু পাইকের । দু'জনকেই মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসেন । সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন । পাশাপাশি গুরুতর জখম আরও দুই নাবালক সুখেন মণ্ডল এবং সুমন মণ্ডল আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । স্বভাবত, এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।

বজ্রপাতে মারা গিয়েছেন 3 জন

আরও পড়ুন : কোভিড আক্রান্তদের বাড়িতে হাজির জেলাশাসক-সহ আধিকারিকরা

অন্যদিকে উত্তর 24 পরগনার আমডাঙায় 31 বছরের হাজেরা বিবি বজ্রপাতে মারা যান ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয় আমডাঙায় ৷ তিনি মাঠে ছাগল নিয়ে যাচ্ছিলেন, পরপর বজ্রপাতে তিনি মারা যান ৷ এই ঘটনায় শোকের ছায়া গোটা পরিবার-সহ তেলেনাপোতা গ্রামে ৷

রানাঘাট, 23 মে : রাজ্যে বজ্রপাতে মৃত্যু হল 3 জনের ৷ গুরুতর আহত হলেন 2 জন ৷

নদিয়ার রানাঘাটে বজ্রপাতে মৃত্যু হয় দু'জনের ৷ আরও দু'জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি । গতকাল বৃষ্টি শুরু হওয়ার পর রানাঘাট থানা এলাকার শিবপুরে রাস্তার পাশে একটি ছাউনিতে দাঁড়িয়ে ছিল বছর 15-র অয়ন মুহুরী । এবারের মাধ্যমিক পরীক্ষার্থী । তখনই তীব্র গতিতে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে বজ্রপাতে তার মৃত্যু হয় । অন্যদিকে রানাঘাটের কায়েতপাড়া এলাকায় একইভাবে মৃত্যু হয় রাজু পাইকের । দু'জনকেই মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসেন । সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন । পাশাপাশি গুরুতর জখম আরও দুই নাবালক সুখেন মণ্ডল এবং সুমন মণ্ডল আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । স্বভাবত, এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।

বজ্রপাতে মারা গিয়েছেন 3 জন

আরও পড়ুন : কোভিড আক্রান্তদের বাড়িতে হাজির জেলাশাসক-সহ আধিকারিকরা

অন্যদিকে উত্তর 24 পরগনার আমডাঙায় 31 বছরের হাজেরা বিবি বজ্রপাতে মারা যান ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয় আমডাঙায় ৷ তিনি মাঠে ছাগল নিয়ে যাচ্ছিলেন, পরপর বজ্রপাতে তিনি মারা যান ৷ এই ঘটনায় শোকের ছায়া গোটা পরিবার-সহ তেলেনাপোতা গ্রামে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.