ETV Bharat / state

Nadia Accident : কৃষ্ণনগরে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক 6 - 20 injured in bus lorry collision in nadia

বাস ও লরির সংঘর্ষে আশঙ্কাজনক 6 এবং আহত কমপক্ষে 20 ৷ ঘটনাটি ঘটে নদিয়ার কৃষ্ণনগর 34 নম্বর জাতীয় সড়কে (Nadia Accident) ৷

Nadia Accident
নদিয়ার কৃষ্ণনগর 34 নম্বর জাতীয় সড়কে বাস ও লরির সংঘর্ষে আশঙ্কাজনক 6
author img

By

Published : Mar 23, 2022, 6:50 PM IST

নদিয়া, 23 মার্চ : বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষ নদিয়ার কৃষ্ণনগরে ৷ 34 নম্বর জাতীয় সড়কে বাসের সঙ্গে লরির মুখোমুখি ধাক্কা লাগে ৷ ঘটনায় আহত কমপক্ষে 20(Nadia Accident) । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তার মধ্যে আশঙ্কাজনক 6 জন ৷

জানা গিয়েছে, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল একটি বাস ৷ ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ বিকট আওয়াজ শুনে পথচারীরা এবং এলাকার মানুষরা ছুটে আসেন । তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন । সূত্রের খবর, বাসটিতে প্রায় 40 থেকে 45 জন যাত্রী ছিলেন । তাদের মধ্যে কুড়ি জন জখম হন ৷ তাঁদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের প্রত্যেককে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় ।

নদিয়ার কৃষ্ণনগর 34 নম্বর জাতীয় সড়কে বাস ও লরির সংঘর্ষে আশঙ্কাজনক 6

আরও পড়ুন : জয়পুরে বাস ও লরির সংঘর্ষে মৃত এক

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ । যাত্রীদের দাবি, অতিরিক্ত গতি থাকার ফলে এই পথ দুর্ঘটনা । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ।

নদিয়া, 23 মার্চ : বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষ নদিয়ার কৃষ্ণনগরে ৷ 34 নম্বর জাতীয় সড়কে বাসের সঙ্গে লরির মুখোমুখি ধাক্কা লাগে ৷ ঘটনায় আহত কমপক্ষে 20(Nadia Accident) । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তার মধ্যে আশঙ্কাজনক 6 জন ৷

জানা গিয়েছে, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল একটি বাস ৷ ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ বিকট আওয়াজ শুনে পথচারীরা এবং এলাকার মানুষরা ছুটে আসেন । তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন । সূত্রের খবর, বাসটিতে প্রায় 40 থেকে 45 জন যাত্রী ছিলেন । তাদের মধ্যে কুড়ি জন জখম হন ৷ তাঁদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের প্রত্যেককে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় ।

নদিয়ার কৃষ্ণনগর 34 নম্বর জাতীয় সড়কে বাস ও লরির সংঘর্ষে আশঙ্কাজনক 6

আরও পড়ুন : জয়পুরে বাস ও লরির সংঘর্ষে মৃত এক

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ । যাত্রীদের দাবি, অতিরিক্ত গতি থাকার ফলে এই পথ দুর্ঘটনা । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.