ETV Bharat / state

বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে মৃত্যু দুই পাচারকারীর - 2 traffickers killed by BSF firing on border

Two Traffickers Killed by BSF: বাংলাদেশ থেকে 2 পাচারকারী কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ তা রোখার চেষ্টা করে ৷ তখনই ওই দুই পাচারকারী বিএসএফ এর উপর হামলা চালায় ৷ নিজেদের রক্ষার্থে বিএসএফ গুলি চালায় ৷ তখনই ওই পাচারকারীদের মৃত্যু হয় ৷

বিএসএফের গুলিতে মৃত্যু দুই পাচারকারীর
Two Traffickers Killed by BSF
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 12:15 PM IST

Updated : Dec 17, 2023, 12:48 PM IST

বিএসএফের গুলিতে মৃত্যু দুই পাচারকারীর

কৃষ্ণগঞ্জ (নদিয়া), 17 ডিসেম্বর: কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় শনিবার রাতে বিএসএফের গুলিতে 2 পাচারকারীর মৃত্যু হয়। সূত্রের খবর, গতকাল রাত 12টা নাগাদ বাংলাদেশ থেকে 2 পাচারকারী কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ তা রোখার চেষ্টা করে। বিএসএফের কথায় কোনও কর্ণপাত না-করে বিএসএফের উপর হামলা করার চেষ্টা করে পাচারকারীরা বলে বিএসএফ সূত্রের খবর ৷ বিএসএফ নিজেদের প্রাণ রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বলে, বর্ডার সিকিউরিটি ফোর্সে সূত্রে জানা গিয়েছে। বিএসএফ গুলিতে মৃত্যু হয় 2 পাচারকারীর।

পাচারকারীদের কাছ থেকে কাঁটাতার কাটার অস্ত্র, টর্চ লাইট ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বিএসএফের 32 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। এরপর কৃষ্ণগঞ্জ থানায় খবর দিলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের পক্ষ থেকে 2 পাচার পাচারকারীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে । কর্তব্যরত চিকিৎসক 2 পাচারকারীকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ দু'টি নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ থানায়। আজ, রবিবার, ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে পুলিশ প্রশাসন সূত্রে ।

এখনও পর্যন্ত 2 পাচারকারীর কোনও পরিচয় জানা যায়নি। তবে এই ধরনের ঘটনা এই প্রথম নয়, কৃষ্ণগঞ্জ বর্ডার এলাকায় এর আগে ও বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছিল চোরাচালানকারীদের। তবে প্রাথমিকভাবে এই দুই ব্যক্তির মৃতদেহের পরিচয় পাওয়ার উদ্দেশ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এবং বিএসএফ। পাশাপাশি তারা কোন উদ্দেশ্যে এইভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল তাও জানার চেষ্টা করছে প্রশাসন। এর আগে সেপ্টেম্বরের শেষে নদিয়ার ভীমপুরের রাঙিয়াপোতা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছিল। সেক্ষেত্রে ওই অনুপ্রবেশকারীর কাছ থেকে ফেনসিডিল উদ্ধার হয়েছিল।

আরও পড়ুন:

  1. শিলিগুড়িতে শুঁয়োপোকার ফাঙ্গাস উদ্ধারে গ্রেফতার এক, পলাতক 2 পাচারকারী
  2. বাংলাদেশ সীমান্ত পেরনোর আগেই 8 লক্ষ টাকার মাদক ট্যাবলেট-সহ গ্রেফতার এক পাচারকারী
  3. বিএসএফের অভিযানে পাচারকারীদের থেকে বাজেয়াপ্ত 2 কোটির বেশি মূল্যের সোনা, আগ্নেয়াস্ত্র; ধৃত 8

বিএসএফের গুলিতে মৃত্যু দুই পাচারকারীর

কৃষ্ণগঞ্জ (নদিয়া), 17 ডিসেম্বর: কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় শনিবার রাতে বিএসএফের গুলিতে 2 পাচারকারীর মৃত্যু হয়। সূত্রের খবর, গতকাল রাত 12টা নাগাদ বাংলাদেশ থেকে 2 পাচারকারী কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ তা রোখার চেষ্টা করে। বিএসএফের কথায় কোনও কর্ণপাত না-করে বিএসএফের উপর হামলা করার চেষ্টা করে পাচারকারীরা বলে বিএসএফ সূত্রের খবর ৷ বিএসএফ নিজেদের প্রাণ রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বলে, বর্ডার সিকিউরিটি ফোর্সে সূত্রে জানা গিয়েছে। বিএসএফ গুলিতে মৃত্যু হয় 2 পাচারকারীর।

পাচারকারীদের কাছ থেকে কাঁটাতার কাটার অস্ত্র, টর্চ লাইট ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বিএসএফের 32 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। এরপর কৃষ্ণগঞ্জ থানায় খবর দিলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের পক্ষ থেকে 2 পাচার পাচারকারীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে । কর্তব্যরত চিকিৎসক 2 পাচারকারীকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ দু'টি নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ থানায়। আজ, রবিবার, ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে পুলিশ প্রশাসন সূত্রে ।

এখনও পর্যন্ত 2 পাচারকারীর কোনও পরিচয় জানা যায়নি। তবে এই ধরনের ঘটনা এই প্রথম নয়, কৃষ্ণগঞ্জ বর্ডার এলাকায় এর আগে ও বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছিল চোরাচালানকারীদের। তবে প্রাথমিকভাবে এই দুই ব্যক্তির মৃতদেহের পরিচয় পাওয়ার উদ্দেশ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এবং বিএসএফ। পাশাপাশি তারা কোন উদ্দেশ্যে এইভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল তাও জানার চেষ্টা করছে প্রশাসন। এর আগে সেপ্টেম্বরের শেষে নদিয়ার ভীমপুরের রাঙিয়াপোতা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছিল। সেক্ষেত্রে ওই অনুপ্রবেশকারীর কাছ থেকে ফেনসিডিল উদ্ধার হয়েছিল।

আরও পড়ুন:

  1. শিলিগুড়িতে শুঁয়োপোকার ফাঙ্গাস উদ্ধারে গ্রেফতার এক, পলাতক 2 পাচারকারী
  2. বাংলাদেশ সীমান্ত পেরনোর আগেই 8 লক্ষ টাকার মাদক ট্যাবলেট-সহ গ্রেফতার এক পাচারকারী
  3. বিএসএফের অভিযানে পাচারকারীদের থেকে বাজেয়াপ্ত 2 কোটির বেশি মূল্যের সোনা, আগ্নেয়াস্ত্র; ধৃত 8
Last Updated : Dec 17, 2023, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.