ETV Bharat / state

চাপড়ায় বাস-টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষে আহত 15 - চাপড়ায় দুর্ঘটনায় আহত 15 জন

বুধবার সকালে নদিয়া-কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক দিয়ে একটি যাত্রীবোঝাই বাস কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল ৷ উলটো দিক থেকে আসা টাটা সুমোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির ৷

Accident
Accident
author img

By

Published : Sep 16, 2020, 3:42 PM IST

কৃষ্ণনগর , 16 সেপ্টেম্বর : যাত্রীবোঝাই বাস এবং টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষ । দুর্ঘটনায় গুরুতর আহত 15 জনের বেশি । নদিয়ার চাপড়া থানা এলাকার ঘটনা ।

আজ সকালে নদিয়া-কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর দিয়ে একটি যাত্রীবোঝাই বাস কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল ৷ সেইসময় উলটো দিক থেকে আসা টাটা সুমোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থানে ছুটে আসেন । স্থানীয়রাই এসে টাটা সুমো ও বাস থেকে কয়েকজন আহত যাত্রীদের উদ্ধার করেন । প্রথমে তাঁদের চাপড়া হাসপাতালে ভরতি করা হয় ৷ আঘাত গুরুতর হওয়ায় পরে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

Accident
বাস এবং টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষ ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে চাপড়া থানার পুলিশ । পুলিশ গিয়ে দুর্ঘটনাস্থানের উত্তেজনা নিয়ন্ত্রণে আনে । এই দুর্ঘটনার ফলে বেশ কিছু সময় রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয় । ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

কৃষ্ণনগর , 16 সেপ্টেম্বর : যাত্রীবোঝাই বাস এবং টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষ । দুর্ঘটনায় গুরুতর আহত 15 জনের বেশি । নদিয়ার চাপড়া থানা এলাকার ঘটনা ।

আজ সকালে নদিয়া-কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর দিয়ে একটি যাত্রীবোঝাই বাস কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল ৷ সেইসময় উলটো দিক থেকে আসা টাটা সুমোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থানে ছুটে আসেন । স্থানীয়রাই এসে টাটা সুমো ও বাস থেকে কয়েকজন আহত যাত্রীদের উদ্ধার করেন । প্রথমে তাঁদের চাপড়া হাসপাতালে ভরতি করা হয় ৷ আঘাত গুরুতর হওয়ায় পরে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

Accident
বাস এবং টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষ ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে চাপড়া থানার পুলিশ । পুলিশ গিয়ে দুর্ঘটনাস্থানের উত্তেজনা নিয়ন্ত্রণে আনে । এই দুর্ঘটনার ফলে বেশ কিছু সময় রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয় । ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.