ETV Bharat / state

Gold Recovered in Nadia: বিজয়পুর সীমান্তে সাড়ে 8 কোটি টাকার সোনার বিস্কুট-সহ গ্রেফতার 2 পাচারকারী - সাড়ে 8 কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার 2

106 Gold Biscuits Seized in BSF and DRI Joint Operation: বিএসএফ ও ডিআরআই-এর যৌথ অভিযানে 106টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কৃষ্ণগঞ্জের বিজয়পুর একটি বাড়ি থেকে সাড়ে 8 কোটির এই সোনা বাজেয়াপ্ত হয়েছে ৷

Gold Recovered in Nadia ETV BHARAT
Gold Recovered in Nadia
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 7:39 PM IST

কৃষ্ণগঞ্জ, 3 সেপ্টেম্বর: বিএসএফ ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স (ডিআরআই) টিমের যৌথ অভিযানে 106টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হল ৷ নদিয়ায় কৃষ্ণগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিজয়পুর এলাকা থেকে এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হয়েছে ৷ ভারতীয় মুদ্রায় যার বাজারমূল্য প্রায় 8 কোটি 50 লক্ষ টাকা ৷ সোনা উদ্ধারের পাশাপাশি 2 পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর গ্রামে একটি বাড়িতে হানা দেয় বিএসএফ-এর 32 নম্বর ব্যাটেলিয়ন ৷ সঙ্গে ছিল কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর বা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স দলের সদস্যরা ৷ সেখানে তল্লাশি চালিয়ে 106টি সোনার বিস্কুট উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা ৷ বিপুল পরিমাণে সোনার বিস্কুট পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগে রবীন্দ্রনাথ বিশ্বাস এবং বিধান ঘোষকে হাতেনাকে গ্রেফতার করা হয় ৷

তাঁরা দু’জনেই বিজয়পুর গ্রামের বাসিন্দা ৷ উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির মোট ওজন 14 কেজি 296 গ্রাম ৷ জেরায় ধৃতরা জানায়, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি শনিবার সকালে বাংলাদেশের নাস্তিপুর গ্রামের বাসিন্দা মাসুদ এবং নাসির নামের দুই চোরাচালানকারীর কাছ থেকে সংগ্রহ করেছিলেন তাঁরা ৷ সেগুলি বিজয়পুর সংলগ্ন গেদে গ্রামের বাসিন্দা সন্তোষ হালদারের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁদের ৷

আরও পড়ুন: পাচারের আগে উদ্ধার সাড়ে 5 কোটির 80টি সোনার বিস্কুট, গ্রেফতার 8

কিন্তু, সোনা হস্তান্তরের আগেই পুরো পরিকল্পনা ব্যর্থ হয় ৷ সীমান্ত এলাকায় বিএসএফের কড়া নজরদারির জেরে এই বিপুল পরিমাণ সোনা হস্তান্তর করা যায়নি ৷ ফলে সোনার বিস্কুটগুলি বিজয়পুরের বাসিন্দা ধৃত রবীন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর 32 নম্বর ব্যাটেলিয়ন ও ডিআরআই-এর যৌথ অভিযানে সেগুলি উদ্ধার করা হয়েছে ৷

কৃষ্ণগঞ্জ, 3 সেপ্টেম্বর: বিএসএফ ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স (ডিআরআই) টিমের যৌথ অভিযানে 106টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হল ৷ নদিয়ায় কৃষ্ণগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিজয়পুর এলাকা থেকে এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হয়েছে ৷ ভারতীয় মুদ্রায় যার বাজারমূল্য প্রায় 8 কোটি 50 লক্ষ টাকা ৷ সোনা উদ্ধারের পাশাপাশি 2 পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর গ্রামে একটি বাড়িতে হানা দেয় বিএসএফ-এর 32 নম্বর ব্যাটেলিয়ন ৷ সঙ্গে ছিল কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর বা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স দলের সদস্যরা ৷ সেখানে তল্লাশি চালিয়ে 106টি সোনার বিস্কুট উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা ৷ বিপুল পরিমাণে সোনার বিস্কুট পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগে রবীন্দ্রনাথ বিশ্বাস এবং বিধান ঘোষকে হাতেনাকে গ্রেফতার করা হয় ৷

তাঁরা দু’জনেই বিজয়পুর গ্রামের বাসিন্দা ৷ উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির মোট ওজন 14 কেজি 296 গ্রাম ৷ জেরায় ধৃতরা জানায়, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি শনিবার সকালে বাংলাদেশের নাস্তিপুর গ্রামের বাসিন্দা মাসুদ এবং নাসির নামের দুই চোরাচালানকারীর কাছ থেকে সংগ্রহ করেছিলেন তাঁরা ৷ সেগুলি বিজয়পুর সংলগ্ন গেদে গ্রামের বাসিন্দা সন্তোষ হালদারের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁদের ৷

আরও পড়ুন: পাচারের আগে উদ্ধার সাড়ে 5 কোটির 80টি সোনার বিস্কুট, গ্রেফতার 8

কিন্তু, সোনা হস্তান্তরের আগেই পুরো পরিকল্পনা ব্যর্থ হয় ৷ সীমান্ত এলাকায় বিএসএফের কড়া নজরদারির জেরে এই বিপুল পরিমাণ সোনা হস্তান্তর করা যায়নি ৷ ফলে সোনার বিস্কুটগুলি বিজয়পুরের বাসিন্দা ধৃত রবীন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর 32 নম্বর ব্যাটেলিয়ন ও ডিআরআই-এর যৌথ অভিযানে সেগুলি উদ্ধার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.