নদিয়া, 18 জানুয়ারি : বোমা ফেটে গুরুতর জখম হল বছর তিরিশের এক যুবক ৷ নাম অভিষেক বিশ্বাস ৷ রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাপড়া থানার ঘোষ পাড়া এলাকায় ৷
হঠাৎই বিস্ফোরণের বিকট আওয়াজ ৷ আওয়াজ পেয়ে ছুটে আসে এলাকাবাসী ৷ এসে তারা দেখে, বাড়ির ছাদে দগ্ধ অবস্থায় পড়ে আছে অভিষেক ৷ চারদিকে বারুদের গন্ধ৷ অভিষেক ছাড়া বাকি দুইজন পলাতক৷ পড়শিরাই তাকে উদ্ধার করে নিয়ে যায় চাপড়া হাসপাতালে ৷ পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে ৷ হাসপাতাল সূত্রে খবর, বিস্ফোরণের জেরে অভিষেকের শরীরের অনেকটাই ঝলসে গিয়েছে ৷ এলাকাবাসীই খবর দেয় স্থানীয় চাপড়া থানায় ৷ ঘটনাস্থানে উপস্থিত হয় পুলিশ ৷ বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয় বোমা তৈরির মশলা ও কয়েকটা তাজা বোমা ৷ পরে পুলিশ এসে সেগুলিকে নিষ্ক্রিয় করে ৷
আরও পড়ুন:সন্দেশখালির ন্যাজাটে প্রকাশ্যে গুলি, গুরুতর আহত 1
বাড়ির ছাদে বোমা পড়ে থাকাতে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রবিবার দুপুরে অভিষেকের বাড়ির ছাদে তার সঙ্গে ছিল তার আরও দুই সঙ্গী ৷ বোমা বাঁধতে গিয়েই এমন ঘটনা ঘটেছে৷ বোমা তৈরির মশলা তারা কোথায় পেল, কী উদ্দেশ্যে তারা বোমা তৈরি করছিল এইসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ৷ পলাতক দুইজনেরও অনুসন্ধান জারি রেখেছে পুলিশ৷