কান্দি, ৬ মার্চ : প্রথমে ছোড়া হল বোমা। তার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন যুবক। মৃত্যু নিশ্চিত করতে চালানো হল গুলি। তারপর চম্পট দিল দুষ্কৃতীরা। গতকাল কান্দি থানার রুদ্রবাটি গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম গৌরাঙ্গ মণ্ডল(৩৮)। বাড়ি রুদ্রবাটি গ্রামে। গতকাল সন্ধ্যায় গৌরাঙ্গবাবু কান্দি থেকে বাড়ি ফিরছিলেন। সেইসময় গ্রামে ঢোকার মুখে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপর কাছে গিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চম্পট দেয় দুষ্কৃতীরা। বোমার আওয়াজে গ্রামবাসীরা ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে কান্দি বাইপাসে মারুরা গ্রামের এক যুবক খুন হয়। সেই খুনের সঙ্গে গৌরাঙ্গ জড়িত ছিল বলে অভিযোগ স্থানীয়দের। আর সেই কারণে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। আর তার জেরে এই খুন বলে স্থানীয়দের একাংশের দাবি। যদিও একথা অস্বীকার করেছেন মৃতের পরিবারের সদস্যরা।