সুতি, 21 জানুয়ারি : ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ মৃতের নাম জামিরুল হক (26) ৷ ঘটনাটি মুর্শিদাবাদের সুতি থানার গাজিপুরের ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বারিক হক ৷
গত বছরের অক্টোবরে বারিক হকের বিবির সঙ্গে পালিয়ে গিয়েছিল তার ভাই জামিরুল ৷ ফরাক্কায় এক আত্মীয়ের বাড়ি গিয়ে উঠেছিল তারা । তিন দিন পর তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিল পরিবারের লোকজন ৷ বিবির সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করে বারিক ৷ কিন্তু তারপরও জামিরুলের সঙ্গে বিবির সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করত বারিক ৷ সেই সন্দেহে সোমবার রাতে জামিরুলকে বাড়ির ছাদে ডেকে বারিক কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ ৷
আশঙ্কাজনক অবস্থায় জামিরুলকে ভরতি করা হয়েছিল জঙ্গিপুর হাসপাতালে ৷ সেখানেই মৃত্যু হয় তার ৷ ঘটনার পর থেকেই পলাতক বারিক ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তের খোঁজ চলছে ৷