ETV Bharat / state

50 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট ও 25কেজি গাঁজা সহ গ্রেপ্তার 2 - বিদ্যুৎ তরফদার

আজ ভোরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ একটি গাড়ি আটক করে 20 হাজার ইয়াবা ট্যাবলেট সহ দু'জনকে গ্রেপ্তার করে । ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে 25 কেজি গাঁজা। ধৃতদের নাম দিদার আলি ও মইনুর শেখ । দু'জনেরই বাড়ি রঘুনাথগঞ্জে ।

25 kg of weeds are seized in raghunathganj
50 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট ও 25কেজি গাঁজা-সহ গ্রেপ্তার 2
author img

By

Published : Dec 31, 2020, 5:49 PM IST

রঘুনাথগঞ্জ, 31 ডিসেম্বর : 50 লাখ টাকার ইয়াবা ও 25 কেজি গাঁজা সহ দু'জনকে গ্রেপ্তার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ । আজ ভোরে দুজনকে রঘুনাথগঞ্জ থানার উমরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

মুর্শিদাবাদে দেদার ঢুকছে ইয়াবা ট্যাবলেট । একই সঙ্গে রমরমিয়ে চলছে গাঁজার কারবার । জঙ্গিপুর মহকুমা পুলিশ আধিকারিক(এসডিপিও) বিদ্যুৎ তরফদার সাংবাদিক বৈঠকে জানান, শুধু ডিসেম্বর মাসে ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি ও রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে 240 কেজি গাঁজা সহ 75 হাজার ইয়াবা ট্যাবলেট । ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

আরও পড়ুন : 15 লাখ টাকার নিষিদ্ধ ইয়াবাসহ গ্রেপ্তার দুই

গতকাল ছয় হাজার ইয়াবা ট্যাবলেট-সহ দুজনকে পাকড়াও করে সুতি থানার পুলিশ । আজ রঘুনাথগঞ্জ থানার পুলিশ একটি গাড়ি আটক করে 20 হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে । ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে 25 কেজি গাঁজাও । ধৃতদের নাম দিদার আলি ও মইনুর শেখ । দু'জনেরই বাড়ি রঘুনাথগঞ্জে ।

প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উত্তর-পূর্ব ভারতের জেলাগুলি থেকে আমদানি করা হয়েছিল ।

রঘুনাথগঞ্জ, 31 ডিসেম্বর : 50 লাখ টাকার ইয়াবা ও 25 কেজি গাঁজা সহ দু'জনকে গ্রেপ্তার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ । আজ ভোরে দুজনকে রঘুনাথগঞ্জ থানার উমরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

মুর্শিদাবাদে দেদার ঢুকছে ইয়াবা ট্যাবলেট । একই সঙ্গে রমরমিয়ে চলছে গাঁজার কারবার । জঙ্গিপুর মহকুমা পুলিশ আধিকারিক(এসডিপিও) বিদ্যুৎ তরফদার সাংবাদিক বৈঠকে জানান, শুধু ডিসেম্বর মাসে ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি ও রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে 240 কেজি গাঁজা সহ 75 হাজার ইয়াবা ট্যাবলেট । ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

আরও পড়ুন : 15 লাখ টাকার নিষিদ্ধ ইয়াবাসহ গ্রেপ্তার দুই

গতকাল ছয় হাজার ইয়াবা ট্যাবলেট-সহ দুজনকে পাকড়াও করে সুতি থানার পুলিশ । আজ রঘুনাথগঞ্জ থানার পুলিশ একটি গাড়ি আটক করে 20 হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে । ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে 25 কেজি গাঁজাও । ধৃতদের নাম দিদার আলি ও মইনুর শেখ । দু'জনেরই বাড়ি রঘুনাথগঞ্জে ।

প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উত্তর-পূর্ব ভারতের জেলাগুলি থেকে আমদানি করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.