ETV Bharat / state

জলঙ্গিতে মহিলাকে খুন, অভিযুক্ত শ্বশুর - জলঙ্গিতে খুন

শনিবার জলঙ্গি থানার সাহেবনগর এলাকার ঘটনা । এই ঘটনায় দুই অভিযুক্ত শ্বশুর নওসাদ শেখ ও তার ছেলে আহাচান শেখকে আটক করেছে পুলিশ । নওসাদের ছোটো ছেলেও এই ঘটনায় অভিযুক্ত । ঘটনার পর থেকে সে ফেরার ।

Women Murdered by relative
জলঙ্গি
author img

By

Published : Feb 1, 2020, 8:09 PM IST

জলঙ্গি, 1 ফেব্রয়ারি: মহিলাকে খুনের অভিযোগ উঠল তাঁর শ্বশুরের বিরুদ্ধে । মৃতার নাম রফেজান বেওয়া (৪২) ।

শনিবার জলঙ্গি থানার সাহেবনগর এলাকার ঘটনা । এই ঘটনায় দুই অভিযুক্ত শ্বশুর নওসাদ শেখ ও তার ছেলে আহাচান শেখকে আটক করেছে পুলিশ । নওসাদের ছোটো ছেলেও এই ঘটনায় অভিযুক্ত । ঘটনার পর থেকে সে ফেরার ।

শনিবার বাড়িতে পাঁচিল দেওয়া নিয়ে গন্ডগোলের জেরে ঘটনাটি ঘটে ৷ প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িতে পাঁচিল দেওয়া নিয়ে বড় ছেলের সঙ্গে বিবাদ চলছিল নওসাদ শেখের। এদিন সকালে ফের পাঁচিল তুলতে গেলে রফেজানের সঙ্গে বচসা বাধে নওসাদের । অভিযোগ বচসার সময় রফেজানকে লাঠি দিয়ে পিটিয়ে ও ইঁট দিয়ে থেতলে খুন করার অভিযোগ ওঠে নওসাদ ও তার দুই ছেলের বিরুদ্ধে ।


অভিযোগ পেয়ে জলঙ্গি থানার পুলিশ ঘটনাস্থানে যায় । নওসাদ ও আহাচানকে গ্রেপ্তার করে তারা । অপর অভিযুক্ত নওসাদের ছোটো ছেলেকে খুঁজছে পুলিশ ।

জলঙ্গি, 1 ফেব্রয়ারি: মহিলাকে খুনের অভিযোগ উঠল তাঁর শ্বশুরের বিরুদ্ধে । মৃতার নাম রফেজান বেওয়া (৪২) ।

শনিবার জলঙ্গি থানার সাহেবনগর এলাকার ঘটনা । এই ঘটনায় দুই অভিযুক্ত শ্বশুর নওসাদ শেখ ও তার ছেলে আহাচান শেখকে আটক করেছে পুলিশ । নওসাদের ছোটো ছেলেও এই ঘটনায় অভিযুক্ত । ঘটনার পর থেকে সে ফেরার ।

শনিবার বাড়িতে পাঁচিল দেওয়া নিয়ে গন্ডগোলের জেরে ঘটনাটি ঘটে ৷ প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িতে পাঁচিল দেওয়া নিয়ে বড় ছেলের সঙ্গে বিবাদ চলছিল নওসাদ শেখের। এদিন সকালে ফের পাঁচিল তুলতে গেলে রফেজানের সঙ্গে বচসা বাধে নওসাদের । অভিযোগ বচসার সময় রফেজানকে লাঠি দিয়ে পিটিয়ে ও ইঁট দিয়ে থেতলে খুন করার অভিযোগ ওঠে নওসাদ ও তার দুই ছেলের বিরুদ্ধে ।


অভিযোগ পেয়ে জলঙ্গি থানার পুলিশ ঘটনাস্থানে যায় । নওসাদ ও আহাচানকে গ্রেপ্তার করে তারা । অপর অভিযুক্ত নওসাদের ছোটো ছেলেকে খুঁজছে পুলিশ ।

Intro:জলঙ্গিতে শ্বশুরের হাতে খুন বউমা । ঘটনায় আটক দুই অভিযুক্ত। Body:জলঙ্গি - বাড়িতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে শ্বশুরের হাতে বউমা খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল জলঙ্গি থানার সাহেবনগরে। ঘটনায় জড়িত মৃতের এক দেওয়র। শনিবার সকাল দশটা নাগাদ জায়গা বিবাদে বচসার জেরেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম রফেজান বেওয়া (৪২)। ঘটনায় জলঙ্গি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে নওসাদ শেখ ও তার ছেলে আহাচান শেখকে আটক করেছে।
বাড়িতে পাঁচিল দেওয়া নিয়ে কিছুদিন থেকেই ছেলের সঙ্গে বিবাদ চলছিল নওসাদ শেখের। এদিন সকালে জোড় করে পাঁচিল তুলতে গেলে ফের বচসায় জড়িয়ে পরেন তাঁরা। সেই সময় বউমাকে লাঠি পিঠিয়ে ও ইঁট দিয়ে থেতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় বাবাকে সাহায্য করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তে এসে পুলিশ অভিযুক্ত বাবা ছেলেকে গ্রেপ্তার করে। ঘটনার জেরে এলাকায় ব্যালক আতঙ্ক ছড়িয়েছে।Conclusion:এলাকায় উত্তেজনা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.