ETV Bharat / state

রেললাইনে উদ্ধার মহিলার দু’টুকরো দেহ - ফরাক্কা

ফরাক্কা থানার সাঁকোঘাট স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনে উদ্ধার হল মহিলার দু’টুকরো দেহ ৷ তিনি এলাকার বাসিন্দা নন বলেই দাবি স্থানীয়দের ৷ মৃতার পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে ফরাক্কা থানার পুলিশ ৷

wb-msd-body-recover-01-wb10031
রেল লাইনে উদ্ধার মহিলার দু’টুকরো দেহ
author img

By

Published : Feb 27, 2021, 3:45 PM IST

ফরাক্কা, 27 ফেব্রুয়ারি: রেললাইনে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় মহিলার দু’টুকরো দেহ ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল ফরাক্কা থানার সাঁকোঘাট স্টেশন সংলগ্ন এলাকায়। এর জেরে মালদা-আজিমগঞ্জ লোকাল-সহ বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে এলাকাবাসীই প্রথম মহিলার দেহ পড়ে থাকতে দেখেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা রেলপুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা ৷

এলাকাবাসীর দাবি, মৃতার পরিচয় তাঁদের জানা নেই ৷ তবে তিনি যে স্থানীয় বাসিন্দা নন, সে বিষয়ে একপ্রকার নিশ্চিত তাঁরা ৷ তাঁদের ধারণা, দুষ্কৃতীরা ওই মহিলাকে খুন করে দেহ রেললাইনে ফেলে রেখে গিয়েছে ৷ তারপর দেহের উপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় তা দু’টুকরো হয়ে যায় ৷

আরও পড়ুন: বাসন্তী হাইওয়েতে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার

পুলিশ অবশ্য এখনই এনিয়ে কোনও সিদ্ধান্তে আসতে নারাজ ৷ খুনের তত্ত্ব উড়িয়ে না দিলেও দুর্ঘটনা ও আত্মহত্য়ার সম্ভাবনাও খতিয়ে দেখছে তারা ৷ মহিলার পরিচয় জানার চেষ্টা করছে ফরাক্কা থানার পুলিশ ৷

এদিকে, এই ঘটনার জেরে এদিন বেশ কিছুক্ষণ ব্য়াহত হয় ট্রেন চলাচল ৷ ঘণ্টাখানেকের জন্য আটকে পড়ে আপ ও ডাউন লাইনের একাধিক ট্রেন ৷

ফরাক্কা, 27 ফেব্রুয়ারি: রেললাইনে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় মহিলার দু’টুকরো দেহ ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল ফরাক্কা থানার সাঁকোঘাট স্টেশন সংলগ্ন এলাকায়। এর জেরে মালদা-আজিমগঞ্জ লোকাল-সহ বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে এলাকাবাসীই প্রথম মহিলার দেহ পড়ে থাকতে দেখেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা রেলপুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা ৷

এলাকাবাসীর দাবি, মৃতার পরিচয় তাঁদের জানা নেই ৷ তবে তিনি যে স্থানীয় বাসিন্দা নন, সে বিষয়ে একপ্রকার নিশ্চিত তাঁরা ৷ তাঁদের ধারণা, দুষ্কৃতীরা ওই মহিলাকে খুন করে দেহ রেললাইনে ফেলে রেখে গিয়েছে ৷ তারপর দেহের উপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় তা দু’টুকরো হয়ে যায় ৷

আরও পড়ুন: বাসন্তী হাইওয়েতে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার

পুলিশ অবশ্য এখনই এনিয়ে কোনও সিদ্ধান্তে আসতে নারাজ ৷ খুনের তত্ত্ব উড়িয়ে না দিলেও দুর্ঘটনা ও আত্মহত্য়ার সম্ভাবনাও খতিয়ে দেখছে তারা ৷ মহিলার পরিচয় জানার চেষ্টা করছে ফরাক্কা থানার পুলিশ ৷

এদিকে, এই ঘটনার জেরে এদিন বেশ কিছুক্ষণ ব্য়াহত হয় ট্রেন চলাচল ৷ ঘণ্টাখানেকের জন্য আটকে পড়ে আপ ও ডাউন লাইনের একাধিক ট্রেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.