ETV Bharat / state

Woman Protest : বিবাহ বিচ্ছেদের নোটিশ, শ্বশুর বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধর্নায় গৃহবধূ - Woman Protest

বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাতেই শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসেন গৃহবধূ ৷ নাম ফিরোজা খাতুন ৷ রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর কালিতলার ঘটনা (Woman Stages Protest against divorce notice) ৷

Woman Stage Protest In law House
বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠানোয় শ্বশুর বাড়ির সামনে ধরনা গৃহবধূর
author img

By

Published : May 19, 2022, 8:27 PM IST

রঘুনাথগঞ্জ, 19 মে : বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠানোয় শ্বশুর বাড়ির সামনে ধর্না গৃহবধূর (Woman Stages Protest against divorce notice) ৷ অতিরিক্ত পণের দাবিতে শ্বশুর বাড়ির অত্যাচারে আগেই বাড়ি ছাড়তে হয়েছিল গৃহবধূকে । এবার বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাতেই এর প্রতিবাদে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন ফিরোজা খাতুন নামে ওই গৃহবধূ । ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর কালিতলার । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যপক আলোড়ন পড়ে গিয়েছে ৷

শ্বশুর বাড়িতে নিজের অধিকারের দাবি জানিয়েছেন ফিরোজা । মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ঢোকা নিয়ে ধর্নায় বসেছেন তাঁর মা । জানা গিয়েছে, দেড় বছর আগে রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণসাইলের বাসিন্দা ফিরোজা খাতুনের সঙ্গে বিয়ে হয় সম্মতিনগর কালিতলার বাসিন্দা সইদুল শেখ-এর । বিয়ের পর থেকে অতিরিক্ত পণের দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার করত বলে অভিযোগ শ্বশুর আলাউদ্দিন শেখ ও শাশুড়ি আকতারা বিবির বিরুদ্ধে । যদিও সেই অত্যাচারে স্বামীর মদত ছিল না বলেই জানিয়েছেন ফিরোজা । নির্যাতন সহ্য করার পরও জায়গা হয়নি শ্বশুর বাড়িতে । বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ।

বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠানোয় শ্বশুর বাড়ির সামনে ধরনা গৃহবধূর

আরও পড়ুন : নারাজ প্রেমিকার পরিবার, ধরনায় বসে মন জিতলেন যুবক ; সবশেষে বিয়ে

স্বামী শহিদুল শেখ তাঁর বাবা মার চাপে পড়ে ডিভোর্স পেপার পাঠিয়েছেন বলে অভিযোগ গৃহবধূর । পণের দাবিতে শ্বশুর শাশুড়ি বিভিন্ন বিষয় নিয়ে অত্যাচার করে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু তাঁর স্বামীর সইদুল শেখ স্ত্রীকে নিতে ইচ্ছুক । বৃহস্পতিবার তার জেরে প্রবল গরমের মধ্যেও শ্বশুরবাড়ির গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসলেন গৃহবধূ । দাবি পূরণ না হলে ধর্না থেকে উঠবেন না বলে সাফ জানিয়েছেন ফিরোজা ।

রঘুনাথগঞ্জ, 19 মে : বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠানোয় শ্বশুর বাড়ির সামনে ধর্না গৃহবধূর (Woman Stages Protest against divorce notice) ৷ অতিরিক্ত পণের দাবিতে শ্বশুর বাড়ির অত্যাচারে আগেই বাড়ি ছাড়তে হয়েছিল গৃহবধূকে । এবার বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাতেই এর প্রতিবাদে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন ফিরোজা খাতুন নামে ওই গৃহবধূ । ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর কালিতলার । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যপক আলোড়ন পড়ে গিয়েছে ৷

শ্বশুর বাড়িতে নিজের অধিকারের দাবি জানিয়েছেন ফিরোজা । মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ঢোকা নিয়ে ধর্নায় বসেছেন তাঁর মা । জানা গিয়েছে, দেড় বছর আগে রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণসাইলের বাসিন্দা ফিরোজা খাতুনের সঙ্গে বিয়ে হয় সম্মতিনগর কালিতলার বাসিন্দা সইদুল শেখ-এর । বিয়ের পর থেকে অতিরিক্ত পণের দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার করত বলে অভিযোগ শ্বশুর আলাউদ্দিন শেখ ও শাশুড়ি আকতারা বিবির বিরুদ্ধে । যদিও সেই অত্যাচারে স্বামীর মদত ছিল না বলেই জানিয়েছেন ফিরোজা । নির্যাতন সহ্য করার পরও জায়গা হয়নি শ্বশুর বাড়িতে । বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ।

বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠানোয় শ্বশুর বাড়ির সামনে ধরনা গৃহবধূর

আরও পড়ুন : নারাজ প্রেমিকার পরিবার, ধরনায় বসে মন জিতলেন যুবক ; সবশেষে বিয়ে

স্বামী শহিদুল শেখ তাঁর বাবা মার চাপে পড়ে ডিভোর্স পেপার পাঠিয়েছেন বলে অভিযোগ গৃহবধূর । পণের দাবিতে শ্বশুর শাশুড়ি বিভিন্ন বিষয় নিয়ে অত্যাচার করে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু তাঁর স্বামীর সইদুল শেখ স্ত্রীকে নিতে ইচ্ছুক । বৃহস্পতিবার তার জেরে প্রবল গরমের মধ্যেও শ্বশুরবাড়ির গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসলেন গৃহবধূ । দাবি পূরণ না হলে ধর্না থেকে উঠবেন না বলে সাফ জানিয়েছেন ফিরোজা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.