ETV Bharat / state

মাঠে মহিলার মৃতদেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ - woman moudered in Murshidabad

ফাঁকা মাঠে মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ৷ ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের ৷

rape
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 30, 2019, 4:57 AM IST

শক্তিনগর (মুর্শিদাবাদ), 30 ডিসেম্বর : মুর্শিদাবাদের শক্তিনগরে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিনগর থানার পুলিশ ৷

গতকাল রামনগর কাজিপাড়া এলাকায় ওই মহিলার অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পান স্থানীয়রা ৷ দুপুরে বাড়ির কাছে ফাঁকা মাঠের মধ্যে একটি জল ট্যাঙ্কের পাশে তাঁর দেহ পড়ে ছিল ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ।

বছর পঞ্চাশের ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ ৷ অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে এখনও কেউ ধরা পড়েনি ৷

শক্তিনগর (মুর্শিদাবাদ), 30 ডিসেম্বর : মুর্শিদাবাদের শক্তিনগরে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিনগর থানার পুলিশ ৷

গতকাল রামনগর কাজিপাড়া এলাকায় ওই মহিলার অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পান স্থানীয়রা ৷ দুপুরে বাড়ির কাছে ফাঁকা মাঠের মধ্যে একটি জল ট্যাঙ্কের পাশে তাঁর দেহ পড়ে ছিল ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ।

বছর পঞ্চাশের ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ ৷ অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে এখনও কেউ ধরা পড়েনি ৷

Intro:এক মধ্যবয়স্কা মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনা মুর্শিদাবাদে।Body:এক মধ্যবয়স্কা মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনা মুর্শিদাবাদে।

রবিবার শক্তিপুর থানার রামনগর কাজিপাড়া এলাকায় এক মহিলার নগ্ন মৃতদেহ উদ্ধার করল শক্তিপুর থানার পুলিশ । পরিবারের অভিযোগ ভর দুপুরে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মৃত মহিলার নাম ভাসেনা বেওয়া(৫০)। সূত্রের খবর এদিন দুপুরে বাড়ির কাছে ফাঁকা মাঠের মধ্যে একটি জল ট্যাংকের পাশে স্থানীয়রা ওই মহিলার মৃতদেহ দেখতে পায়। তারা তড়িঘড়ি পুলিশকে খবর দিলে পুলিশ মহিলার নগ্ন মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পাশাপাশি শক্তিপুর থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কে বা কারা অভিযুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।Conclusion:কে বা কারা অভিযুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.