ETV Bharat / state

"মোগ্যাম্বোকে" খুশি করতে সবকিছু করছে কেন্দ্র ; ট্রাম্পের সফরকে কটাক্ষ অধীরের - অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর ২০২০

একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেন, "রাজকোষ থেকে কোটি টাকা খরচের প্রয়োজন কী? মানুষ বস্তিতে বাস করেন । যেন, মোগ্যাম্বোকে খুশি করার জন্য আমরা যে কোনও কিছু করতে প্রস্তুত ।

adhir ranjan
adhir ranjan
author img

By

Published : Feb 23, 2020, 3:20 AM IST

বহরমপুর, 23 ফেব্রুয়ারি : ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর ঘিরে এখন সাজসাজ রব৷ অতিথি তথা "ভালো বন্ধু"-র আপ্য়ায়নে কোনও ফাঁক রাখতে চাইছেন না প্রধানমন্ত্রীও৷ কেন্দ্রের এহেন প্রস্তুতিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি । বলেন, 'মোগ্যাম্বো'-কে খুশি করার জন্য় কেন্দ্র সবকিছু করছে ৷"

অ্যামেরিকার প্রেসিডেন্টকে মোগ্যাম্বো বলে সম্বোধন করে আগাগোড়া মোদি সরকারকে আক্রমণ করেন তিনি । মনে করিয়ে দেন, 'মি. ইন্ডিয়া' ছবির অমরিশ পুরী অভিনীত খলনায়ক চরিত্র 'মোগ্যাম্বো'-র কথা । একটি সংবাদসংস্থাকে অধীর চৌধুরি বলেন, "রাজকোষ থেকে কোটি কোটি টাকা খরচের কী প্রয়োজন? যে সব মানুষ বস্তিতে রয়েছেন, ট্রাম্পকে খুশি করার জন্য় তাঁদের লুকোতে বাধ্য় করা হচ্ছে৷ এটা কি ঠিক হচ্ছে? মোদি গুজরাতকে একটি মডেল হিসেবে তৈরি করেছিলেন৷ কিন্তু গরিব লোকেরা এখানে শোষিত হচ্ছেন । যেন, মোগ্যাম্বোকে খুশি করার জন্য আমরা যা কিছু করতে প্রস্তুত । আমরা মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করব ।"

বাণিজ্যযুদ্ধ কি থামবে?

অ্য়ামেরিকার প্রেসিডেন্টের সফর নিয়ে মোদি সরকারের তৎপরতার শুধু সমালোচনাই নয়, ট্রাম্পের সম্মানে 25 ফেব্রুয়ারি রাষ্ট্রপতিভবনে যে নৈশভোজের আয়োজন করা হয়েছে তাও প্রত্য়াখ্য়ান করেছেন লোকসভায় কংগ্রেস দলনেতা। ওই নৈশভোজে আমন্ত্রিত নন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । এটিকে কারণ হিসেবে উল্লেখ করে অধীর চৌধুরি বলেন, "ট্রাম্প আসছেন । ভারত নৈশভোজের আয়োজন করছে । কিন্তু বিরোধী দল নিমন্ত্রিত নয় । হাউডি মোদি অনুষ্ঠানে রিপাব্লিকান এবং ডেমোক্র্যাট দুই পক্ষই মঞ্চ ভাগ করে নিয়েছিল৷ কিন্তু এখানে শুধু মোদিই ট্রাম্পের সঙ্গে থাকবেন । এটা কী ধরনের গণতন্ত্র ? কেন্দ্রের গণতন্ত্রকে সম্মন করা প্রয়োজন । "

মোদির সঙ্গে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা হতে পারে ট্রাম্পের

বহরমপুর, 23 ফেব্রুয়ারি : ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর ঘিরে এখন সাজসাজ রব৷ অতিথি তথা "ভালো বন্ধু"-র আপ্য়ায়নে কোনও ফাঁক রাখতে চাইছেন না প্রধানমন্ত্রীও৷ কেন্দ্রের এহেন প্রস্তুতিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি । বলেন, 'মোগ্যাম্বো'-কে খুশি করার জন্য় কেন্দ্র সবকিছু করছে ৷"

অ্যামেরিকার প্রেসিডেন্টকে মোগ্যাম্বো বলে সম্বোধন করে আগাগোড়া মোদি সরকারকে আক্রমণ করেন তিনি । মনে করিয়ে দেন, 'মি. ইন্ডিয়া' ছবির অমরিশ পুরী অভিনীত খলনায়ক চরিত্র 'মোগ্যাম্বো'-র কথা । একটি সংবাদসংস্থাকে অধীর চৌধুরি বলেন, "রাজকোষ থেকে কোটি কোটি টাকা খরচের কী প্রয়োজন? যে সব মানুষ বস্তিতে রয়েছেন, ট্রাম্পকে খুশি করার জন্য় তাঁদের লুকোতে বাধ্য় করা হচ্ছে৷ এটা কি ঠিক হচ্ছে? মোদি গুজরাতকে একটি মডেল হিসেবে তৈরি করেছিলেন৷ কিন্তু গরিব লোকেরা এখানে শোষিত হচ্ছেন । যেন, মোগ্যাম্বোকে খুশি করার জন্য আমরা যা কিছু করতে প্রস্তুত । আমরা মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করব ।"

বাণিজ্যযুদ্ধ কি থামবে?

অ্য়ামেরিকার প্রেসিডেন্টের সফর নিয়ে মোদি সরকারের তৎপরতার শুধু সমালোচনাই নয়, ট্রাম্পের সম্মানে 25 ফেব্রুয়ারি রাষ্ট্রপতিভবনে যে নৈশভোজের আয়োজন করা হয়েছে তাও প্রত্য়াখ্য়ান করেছেন লোকসভায় কংগ্রেস দলনেতা। ওই নৈশভোজে আমন্ত্রিত নন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । এটিকে কারণ হিসেবে উল্লেখ করে অধীর চৌধুরি বলেন, "ট্রাম্প আসছেন । ভারত নৈশভোজের আয়োজন করছে । কিন্তু বিরোধী দল নিমন্ত্রিত নয় । হাউডি মোদি অনুষ্ঠানে রিপাব্লিকান এবং ডেমোক্র্যাট দুই পক্ষই মঞ্চ ভাগ করে নিয়েছিল৷ কিন্তু এখানে শুধু মোদিই ট্রাম্পের সঙ্গে থাকবেন । এটা কী ধরনের গণতন্ত্র ? কেন্দ্রের গণতন্ত্রকে সম্মন করা প্রয়োজন । "

মোদির সঙ্গে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা হতে পারে ট্রাম্পের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.