মুর্শিদাবাদ, 17 ফেব্রুয়ারি : রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলার অভিযোগ । ঘটনায় গুরুতর জখম হয়েছেন মন্ত্রী । তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।
গতকাল রাতে কলকাতা যাওয়ার জন্য নিমতিতা স্টেশনে যাচ্ছিলেন তিনি । স্টেশনে গাড়ি থেকে নামার পরেই তাঁর উপর বোমা হামলা করা হয় বলে অভিযোগ । বোমার সপ্লিন্টারে জখম শ্রম প্রতিমন্ত্রী । তাঁকে সঙ্গে সঙ্গে মহিষাইল গ্রামীণ হাসপাতালে আনা হলে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । সূত্রের খবর, বোমায় মন্ত্রীর পা গুরুতরভাবে জখম হয়েছে । জাকির হোসেনের বেশ কয়েকজন অনুগামীও জখম হয়েছেন । তাঁদেরকেও হাসপাতালে ভরতি করা হয়েছে ।
আরও পড়ুন : বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম 1
তবে কে বা কারা বোমা ছুঁড়েছিল এখনও স্পষ্ট নয় । কী কারণেই বা বোমা ছোড়া হয়েছিল তাও স্পষ্ট নয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
অনেকের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে বোমা হামলা চালানো হয়েছে । বোমা হামলার প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান জানিয়েছেন, " জাকির হোসেন শুধুমাত্র একজন মন্ত্রীই নন, তিনি জেলার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । আজ জেলা পরিষদের বৈঠকে আমার সঙ্গে ছিলেন তিনি । আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশে অংশগ্রহণ করার জন্য ট্রেন ধরতে কলকাতায় যাচ্ছিলেন । কারা এই ধরনের কাজ করল, তা এখনও বোঝা যাচ্ছে না । কে বা কারা এই ধরনের কাজ করেছে, তার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য পুলিশ সুপারকে জানিয়েছি ।"
ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিও । তাঁর অনুমান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তাঁর উপর হামলা হয়েছে । এই বিষয়ে তিনি বলেন, " তৃণমূলের সঙ্গে আমার মতভেদ রয়েছে ঠিকই । কিন্তু, তিনি একজন অত্যন্ত ভদ্র ও নিরীহ মানুষ । তৃণমূলে যোগদান করার পর থেকে তাঁর জীবনে অশান্তি শুরু হয় । তৃণমূলে আগে যারা টাকা সরবরাহ করত, অর্থাৎ গোরু পাচারকারীদের তাঁর উপর যথেষ্ট আক্রোশ ছিল । এরা জাকিরকে শত্রু বলে মনে করত । এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলও হতে পারে । এই ঘটনায় সত্যিই আমি খুব ব্যথিত । পুলিশকে নিরপেক্ষ আবেদনের দাবি জানাচ্ছি ।