ETV Bharat / state

Nimtita Rajbari : হেরিটেজের তকমা পেতে চলেছে জলসাঘরের রাজবাড়ি - West Bengal Heritage Commission visit Nimtita Rajbari

1855 সালে গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরী, দুই ভাই মিলে নিমতিতা রাজবাড়ি (Nimtita Rajbari) তৈরি করেন । শুরু হয় জমিদারি । জমিদাররা প্রজাদের উপর তাঁদের শাসনকার্য চালাতেন এই বাড়ি থেকেই । সেই বাড়িই এবার পেতে চলেছে হেরিটেজ তকমা ৷

west-bengal-heritage-commission-visit-nimtita-rajbari
Nimtita Rajbari : হেরিটেজের তকমা পেতে চলেছে জলসাঘরের রাজবাড়ি
author img

By

Published : Mar 17, 2022, 8:58 PM IST

মুর্শিদাবাদ, 17 মার্চ : এক সময় এই রাজবাড়িতেই জলসাঘর ছবির শুটিং করেছিলেন সত্যজিৎ রায় । এছাড়া দেবী, সমাপ্তি, তিনকন্যার দৃশ্যায়ন ফুটে উঠেছে এই রাজবাড়িকে কেন্দ্র করে । অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে সামশেরগঞ্জের নিমতিতা রাজবাড়ির সঙ্গে । স্থাপত্য ও সংস্কৃতির নিদর্শন সেই রাজবাড়ি আজ অবহেলায় ধুঁকছে ।

ঐতিহ্যবাহী নিমতিতা রাজবাড়ি সরকারিভাবে সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে পরিদর্শন করল পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের প্রতিনিধি দল (West Bengal Heritage Commission visit Nimtita Rajbari) । বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ নিমতিতা রাজবাড়ি পরিদর্শন করে হেরিটেজ কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল । ছিলেন হেরিটেজ কমিশনের ওএসডি ড. বাসুদেব মালিক ও জুলফিকার আলি । রাজবাড়ি চত্বর ঘুরে দেখার পাশাপাশি আগামিদিনে এই বাড়ি কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হেরিটেজ কমিশনের সদস্যরা ।

1855 সালে গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরী, দুই ভাই মিলে নিমতিতা রাজবাড়ি তৈরি করেন । শুরু হয় জমিদারি । জমিদাররা প্রজাদের উপর তাঁদের শাসনকার্য চালাতেন এই বাড়ি থেকেই । নিমতিতা রাজবাড়ির দালানে খোদাই রয়েছে বিভিন্ন সভ্যতার নিদর্শন । ইতালিয়ান ধাঁচে এই বাড়িটিতে রয়েছে পাঁচটি উঠোন এবং দেড়শো ঘর ।

Nimtita Rajbari : হেরিটেজের তকমা পেতে চলেছে জলসাঘরের রাজবাড়ি

তৎকালীন সময়ে এই বাড়িতে বিভিন্ন সময়ে বিখ্যাত মানুষের আগমন ঘটেছে । নিমতিতা রাজবাড়িতেই ‘জলসাঘর’ সিনেমার শুটিং করা হয় । পাশাপাশি 1959 সালে 'দেবী’ এবং 1960 সালে তিনকন্যার ‘সমাপ্তি’-র শুটিং হয় । সত্যজিতের রায়ের এই তিনটি সিনেমার ফ্রেমে ফ্রেমে বেঁচে রয়েছে নিমতিতা রাজবাড়ির জৌলুস । এবার এই রাজবাড়ি পেতে চলেছে হেরিটেজ তকমা ।

আরও পড়ুন : Football Skill : বল পায়ে জাগলিংয়ের জাদু 13 বছরের শাকিলের

মুর্শিদাবাদ, 17 মার্চ : এক সময় এই রাজবাড়িতেই জলসাঘর ছবির শুটিং করেছিলেন সত্যজিৎ রায় । এছাড়া দেবী, সমাপ্তি, তিনকন্যার দৃশ্যায়ন ফুটে উঠেছে এই রাজবাড়িকে কেন্দ্র করে । অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে সামশেরগঞ্জের নিমতিতা রাজবাড়ির সঙ্গে । স্থাপত্য ও সংস্কৃতির নিদর্শন সেই রাজবাড়ি আজ অবহেলায় ধুঁকছে ।

ঐতিহ্যবাহী নিমতিতা রাজবাড়ি সরকারিভাবে সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে পরিদর্শন করল পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের প্রতিনিধি দল (West Bengal Heritage Commission visit Nimtita Rajbari) । বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ নিমতিতা রাজবাড়ি পরিদর্শন করে হেরিটেজ কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল । ছিলেন হেরিটেজ কমিশনের ওএসডি ড. বাসুদেব মালিক ও জুলফিকার আলি । রাজবাড়ি চত্বর ঘুরে দেখার পাশাপাশি আগামিদিনে এই বাড়ি কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হেরিটেজ কমিশনের সদস্যরা ।

1855 সালে গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরী, দুই ভাই মিলে নিমতিতা রাজবাড়ি তৈরি করেন । শুরু হয় জমিদারি । জমিদাররা প্রজাদের উপর তাঁদের শাসনকার্য চালাতেন এই বাড়ি থেকেই । নিমতিতা রাজবাড়ির দালানে খোদাই রয়েছে বিভিন্ন সভ্যতার নিদর্শন । ইতালিয়ান ধাঁচে এই বাড়িটিতে রয়েছে পাঁচটি উঠোন এবং দেড়শো ঘর ।

Nimtita Rajbari : হেরিটেজের তকমা পেতে চলেছে জলসাঘরের রাজবাড়ি

তৎকালীন সময়ে এই বাড়িতে বিভিন্ন সময়ে বিখ্যাত মানুষের আগমন ঘটেছে । নিমতিতা রাজবাড়িতেই ‘জলসাঘর’ সিনেমার শুটিং করা হয় । পাশাপাশি 1959 সালে 'দেবী’ এবং 1960 সালে তিনকন্যার ‘সমাপ্তি’-র শুটিং হয় । সত্যজিতের রায়ের এই তিনটি সিনেমার ফ্রেমে ফ্রেমে বেঁচে রয়েছে নিমতিতা রাজবাড়ির জৌলুস । এবার এই রাজবাড়ি পেতে চলেছে হেরিটেজ তকমা ।

আরও পড়ুন : Football Skill : বল পায়ে জাগলিংয়ের জাদু 13 বছরের শাকিলের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.