জলঙ্গি, 1 মার্চ : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অন্দরে বিক্ষোভের ছবি ধরা পড়ল । বিধায়ক আবদুর রেজ্জাককে টিকিট দেওয়া হলে গোঁজ প্রার্থী দেওয়ার হুমকি বিধায়ক বিরোধী গোষ্ঠীর । আবদুর রেজ্জাককে টিকিট না দেওয়ার আবেদন জানিয়ে শুরু হয় বিক্ষোভ ।
বিক্ষোভকারীদের দাবি, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হলেন আবদুর রেজ্জাক । এখনও নিয়মিত শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রয়েছে । পাশাপাশি তাঁকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তোলা হয়েছে । জলঙ্গি উত্তর জ়োনের তৃণমূল কনভেনার প্রদীপ মণ্ডলের নেতৃত্বে আজ বিক্ষোভ মিছিল সংগঠিত হয় । 2016 সালে জলঙ্গিতে সিপিআইএমের প্রার্থী হয়ে জেতেন আবদুর রেজ্জাক । 2019 সালের শেষ দিকে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগ দেন । তিনি ঘাসফুল শিবিরে আসার পর থেকে দলের অন্দরে শুরু হয় অন্তর্দ্বন্দ্ব ।
একুশের বিধানসভা ভোটের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়নি । তার আগে বিধায়কের বিরুদ্ধে আজ পথে নামেন প্রদীপ মণ্ডলের অনুগামীরা । তাঁদের অভিযোগ, দল ভাঙার জন্য রেজ্জাক তৃণমূলে যোগ দিয়েছেন ।
আরও পড়ুন : দল ছাড়লেন বেসুরো তৃণমূল নেতা
অন্যদিকে বিধায়কের বক্তব্য, "দলের কর্মসূচিতে এদের দেখা যায়নি । বিরোধীদের উস্কানিতে তৃণমূলের একটা অংশ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । দলের লোকেরা কোনওদিন দলের বিরুদ্ধে বলতে পারেন না । সিন্ডিকেটের সঙ্গে এরা যুক্ত ।"