ETV Bharat / state

অধীর প্রসঙ্গে 'স্পিকটি নট' মমতা, জল্পনা রাজনৈতিক মহলে - Suvendu Adhikari

এ দিনের সভা থেকে একবারও অধীর চৌধুরীকে আক্রমণ করেননি মমতা ৷ এরপরেই জোর জল্পনা শুরু রাজনৈতিক মহলে ৷

বহরমপুর
বহরমপুর
author img

By

Published : Feb 9, 2021, 10:16 PM IST

Updated : Feb 10, 2021, 6:57 AM IST

বহরমপুর, 9 ফেব্রুয়ারি : অধীরের খাসতালুকে জনসভা তৃণমূল সুপ্রিমোর ৷ তাঁর নিশানায় শুভেন্দু সহ বিজেপি নেতৃত্ব ৷ নাম না করে কখনও 'মীরজাফর' তো কখনও 'গোরু চোর' বলে কটাক্ষ শুভেন্দুকে ৷ তবে, যাঁর খাসতালুকে সভা করলেন তাঁকে নিয়ে স্পিকটি নট তৃণমূল সুপ্রিমো ৷ একবারও তাঁর বক্তব্যে উঠে এল না অধীর চৌধুরীর নাম ৷ এরপরেই জল্পনা শুরু রাজনৈতিক মহলে ৷ তাহলে কি প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখলেন তৃণমূল সুপ্রিমো ?

রাজনীতির আঙ্গিনায় অধীর চৌধুরীকে বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে মমতা বিরোধী হিসেবে ৷ অপরদিকে, অধীরকে কখনওই কটাক্ষ করতে ছাড়েননি মমতাও ৷ তা সে অধীরের খাসতালুক হোক বা অন্য কোথাও ৷ কংগ্রেসের এই দাপুটে নেতাকে বরাবরই একহাত নেন তৃণমূল সুপ্রিমো ৷ তবে, আজকের চিত্রটা একেবারেই ভিন্ন ৷ অধীরের খাসতালুকে সভা করলেন ৷ সেই সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে 'মীরজাফর' থেকে শুরু করে 'গোরু চোর' বলেও কটাক্ষ করেন তিনি ৷ নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করে বলেন, "অনেক দুর্নীতি করেছে । তাঁদের এখন মনে পড়ছে যদি গোরু চুরির কেসে ধরা পড়ি । কয়লা চুরির কেসে ধরা পড়ি । হাজার হাজার কোটি টাকা কামিয়েছে । "

ভিডিয়োতে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

এখানেই শেষ নয় ৷ এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার কড়া বার্তা দেন দলের নেতা কর্মীদের ৷ যাঁরা দলে থাকতে চান না তাঁরা চলে যেতে পারেন ৷ তাতে দলে কোনও প্রভাব পড়বে না বলেও বলেন তিনি ৷ এদিনের সভা থেকে তিনি বলেন, "দু-একজন দুষ্টু গোরু আছে যারা ধান কিনতে বাধা দেয় । আবার বিজেপির সঙ্গে ঘর করে । তাঁদের ইমিডিয়েট চলে যাওয়া উচিত বলে মনে করি । আমাকে দুর্বল ভাববেন না । যাঁরা মনে করেন বিজেপি করবেন তাঁরা চলে যান । আমার কিছু যায় আসে না । আমি মাথা নত করে টাকায় দলকে বেচে দিইনা । যে লোক অসাধু তাঁরাই দলকে বেচে দেয় । দুর্নীতি পরায়ন মানুষরাই দুর্নীতির কাছে নিজেদের বেচে দেয় । ভাল মানুষ কখনও বিক্রি হয় না ।"

আরও পড়ুন : বর্ধমানে মাটি উৎসবের মঞ্চ থেকে বিজেপিতে তুলোধনা মমতার

তবে, এদিনের সভায় একটি বাক্যও তিনি বললেন না কংগ্রেস নেতা তথা সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে ৷ এমনকি একবারের জন্যও তাঁকে কটাক্ষ করলেন না তিনি ৷ এরপরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা ৷ তাহলে কি আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা রয়েছে তৃণমূলের ? রাজনৈতিক মহলের একাংশের দাবি, সরকার গঠনে যদি প্রয়োজন হয় তাহলে বাম-কংগ্রেসের হাতই ধরতে হবে তৃণমূলকে ৷ আর তাই এদিনের সভা থেকে অধীরের বিরুদ্ধে একটি শব্দও বললেন না তৃণমূল সুপ্রিমো ৷

বহরমপুর, 9 ফেব্রুয়ারি : অধীরের খাসতালুকে জনসভা তৃণমূল সুপ্রিমোর ৷ তাঁর নিশানায় শুভেন্দু সহ বিজেপি নেতৃত্ব ৷ নাম না করে কখনও 'মীরজাফর' তো কখনও 'গোরু চোর' বলে কটাক্ষ শুভেন্দুকে ৷ তবে, যাঁর খাসতালুকে সভা করলেন তাঁকে নিয়ে স্পিকটি নট তৃণমূল সুপ্রিমো ৷ একবারও তাঁর বক্তব্যে উঠে এল না অধীর চৌধুরীর নাম ৷ এরপরেই জল্পনা শুরু রাজনৈতিক মহলে ৷ তাহলে কি প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখলেন তৃণমূল সুপ্রিমো ?

রাজনীতির আঙ্গিনায় অধীর চৌধুরীকে বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে মমতা বিরোধী হিসেবে ৷ অপরদিকে, অধীরকে কখনওই কটাক্ষ করতে ছাড়েননি মমতাও ৷ তা সে অধীরের খাসতালুক হোক বা অন্য কোথাও ৷ কংগ্রেসের এই দাপুটে নেতাকে বরাবরই একহাত নেন তৃণমূল সুপ্রিমো ৷ তবে, আজকের চিত্রটা একেবারেই ভিন্ন ৷ অধীরের খাসতালুকে সভা করলেন ৷ সেই সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে 'মীরজাফর' থেকে শুরু করে 'গোরু চোর' বলেও কটাক্ষ করেন তিনি ৷ নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করে বলেন, "অনেক দুর্নীতি করেছে । তাঁদের এখন মনে পড়ছে যদি গোরু চুরির কেসে ধরা পড়ি । কয়লা চুরির কেসে ধরা পড়ি । হাজার হাজার কোটি টাকা কামিয়েছে । "

ভিডিয়োতে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

এখানেই শেষ নয় ৷ এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার কড়া বার্তা দেন দলের নেতা কর্মীদের ৷ যাঁরা দলে থাকতে চান না তাঁরা চলে যেতে পারেন ৷ তাতে দলে কোনও প্রভাব পড়বে না বলেও বলেন তিনি ৷ এদিনের সভা থেকে তিনি বলেন, "দু-একজন দুষ্টু গোরু আছে যারা ধান কিনতে বাধা দেয় । আবার বিজেপির সঙ্গে ঘর করে । তাঁদের ইমিডিয়েট চলে যাওয়া উচিত বলে মনে করি । আমাকে দুর্বল ভাববেন না । যাঁরা মনে করেন বিজেপি করবেন তাঁরা চলে যান । আমার কিছু যায় আসে না । আমি মাথা নত করে টাকায় দলকে বেচে দিইনা । যে লোক অসাধু তাঁরাই দলকে বেচে দেয় । দুর্নীতি পরায়ন মানুষরাই দুর্নীতির কাছে নিজেদের বেচে দেয় । ভাল মানুষ কখনও বিক্রি হয় না ।"

আরও পড়ুন : বর্ধমানে মাটি উৎসবের মঞ্চ থেকে বিজেপিতে তুলোধনা মমতার

তবে, এদিনের সভায় একটি বাক্যও তিনি বললেন না কংগ্রেস নেতা তথা সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে ৷ এমনকি একবারের জন্যও তাঁকে কটাক্ষ করলেন না তিনি ৷ এরপরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা ৷ তাহলে কি আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা রয়েছে তৃণমূলের ? রাজনৈতিক মহলের একাংশের দাবি, সরকার গঠনে যদি প্রয়োজন হয় তাহলে বাম-কংগ্রেসের হাতই ধরতে হবে তৃণমূলকে ৷ আর তাই এদিনের সভা থেকে অধীরের বিরুদ্ধে একটি শব্দও বললেন না তৃণমূল সুপ্রিমো ৷

Last Updated : Feb 10, 2021, 6:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.