বড়ঞা, 15 মার্চ : নির্বাচনের আগে অধীর গড়ে কংগ্রেসে বড়সড় ফাটল । প্রদেশ কংগ্রেস সভাপতি সহ দলের শীর্ষ নেতৃত্বদের চিঠি দিয়ে কংগ্রেস ছাড়লেন বড়ঞার দুবারের কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক । এই তীব্র চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমা দেবী জানান, একান্ত ব্যক্তিগত কারণেই জাতীয় কংগ্রেস ছেড়েছেন তিনি । তবে তিনি কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন কিনা তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে । রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনে বড়ঞা বিধানসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী না করার কারণেই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি । যদিও সব জল্পনা উড়িয়ে প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, প্রার্থী না করায় তাঁর কোনও ক্ষোভ নেই । তবে ব্যক্তিগত কারণেই তিনি সরে এসেছেন ।
দুবারের বিধায়ক প্রতিমা রজককে সরিয়ে বড়ঞা বিধানসভায় প্রার্থী করা হয়েছে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদারকে । প্রার্থীপদ ঘোষণা হতেই প্রতিমা নিজের অবস্থান জানিয়ে দিলেন তিনি । প্রতিমার দাবি, কংগ্রেসের অসময়েও তিনি দল ছাড়েননি । সেসময় তৃণমূলের পক্ষ থেকে তাঁকে মন্ত্রী সহ দুই কোটি টাকা দেওয়ার কথা হয়েছিল । এবারও তাঁকে বড়ঞায় প্রার্থী করার জন্য তৃণমূল প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেন তিনি ।
আরও পড়ুন : নন্দীগ্রামে মমতার প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনে শুভেন্দু
তবে তিনি যে গোপনে বিজেপি শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন তা অনেকটাই স্পষ্ট রাজনৈতিক মহলের কাছে । ইতিমধ্যে জেলা পরিষদের সহ সভাপতি বৈদ্যনাথ দাস বিজেপিতে যোগ দিয়েছেন । প্রতিমা রজক কবে গেরুয়া ঝান্ডা তুলে নেবেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ।