ETV Bharat / state

তদন্তের হাল হকিকত দেখতে নিমিতিতা স্টেশনে অনুজ শর্মা - নিমতিতা

তদন্তের গতিপ্রকৃতি জানতে নিমতিতা স্টেশনে যান অনুজ শর্মা ৷ কথা বলেন আধিকারিকদের সঙ্গে ৷

নিমিতিতা
নিমিতিতা
author img

By

Published : Feb 21, 2021, 8:05 PM IST

নিমতিতা, 21 ফেব্রুয়ারি : রাজ্যের শ্রম প্রতিমন্ত্রীর উপর হামলার ঘটনায় তদন্তের গতি প্রকৃতি দেখতে নিমতিতা স্টেশনে এডিজি সিআইডি অনুজ শর্মা । এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি নিমতিতা স্টেশনে এসে পোঁছান । উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার সর্বোচ্চ কর্তাদের সঙ্গে রেল পুলিশের আধিকারিকরাও । তদন্তকারী দলের সঙ্গে কথা বলে তদন্তের গতি প্রকৃতি কোনদিকে, ঘটনায় কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে বোঝার চেষ্টা করেন অনুজ শর্মা ।

আরও পড়ুন : ধমকানি, চমকানি, জেলের ভয় দেখাবেন না : মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, গত বুধবার রাতে দশটা নাগাদ নিমতিতা স্টেশনের দু'নম্বর প্লাটফর্মে বিস্ফোরণে গুরুতর জখম হন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন । তাঁর সঙ্গে জখম হন 27 জন অনুগামী । বিস্ফোরণে বেশ কয়েকজনের হাত পা উড়ে গিয়েছে । বর্তমানে স্থিতিশীল মন্ত্রীর শারীরিক অবস্থা । এদিকে বৃহস্পতিবার সকালে তদন্তের ভার নিয়ে তদন্ত শুরু করে সিআইডি, এসটিএফ ও ফরেন্সিক দল । যে সাধারণ মানের বিস্ফোরক ব্যবহার করা হয়নি সে বিষয়ে তদন্তকারী দল নিশ্চিত হলেও এখনও ঘটনার জট খুলতে পারেনি তাঁরা ।

ভিডিয়োতে শুনুন অনুজ শর্মার বক্তব্য

এদিকে তদন্ত নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তুলতে শুরু করেছে । এমত পরিস্থিতিতে আজ বিকেলে ঘটনাস্থান পরিদর্শনে আসেন এডিজি সিআইডি অনুজ শর্মা । বিস্ফোরণের এপি সেন্টার সহ পুরো এলাকা ঘুরে দেখেন তিনি । বিস্তারিত কথা বলেন তদন্তকারী দলের সঙ্গে ও রেল পুলিশের সঙ্গে । প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে কি উঠে এসেছে জেলা পুলিশের কাছে তাও জানতে চান তিনি ।

নিমতিতা, 21 ফেব্রুয়ারি : রাজ্যের শ্রম প্রতিমন্ত্রীর উপর হামলার ঘটনায় তদন্তের গতি প্রকৃতি দেখতে নিমতিতা স্টেশনে এডিজি সিআইডি অনুজ শর্মা । এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি নিমতিতা স্টেশনে এসে পোঁছান । উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার সর্বোচ্চ কর্তাদের সঙ্গে রেল পুলিশের আধিকারিকরাও । তদন্তকারী দলের সঙ্গে কথা বলে তদন্তের গতি প্রকৃতি কোনদিকে, ঘটনায় কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে বোঝার চেষ্টা করেন অনুজ শর্মা ।

আরও পড়ুন : ধমকানি, চমকানি, জেলের ভয় দেখাবেন না : মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, গত বুধবার রাতে দশটা নাগাদ নিমতিতা স্টেশনের দু'নম্বর প্লাটফর্মে বিস্ফোরণে গুরুতর জখম হন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন । তাঁর সঙ্গে জখম হন 27 জন অনুগামী । বিস্ফোরণে বেশ কয়েকজনের হাত পা উড়ে গিয়েছে । বর্তমানে স্থিতিশীল মন্ত্রীর শারীরিক অবস্থা । এদিকে বৃহস্পতিবার সকালে তদন্তের ভার নিয়ে তদন্ত শুরু করে সিআইডি, এসটিএফ ও ফরেন্সিক দল । যে সাধারণ মানের বিস্ফোরক ব্যবহার করা হয়নি সে বিষয়ে তদন্তকারী দল নিশ্চিত হলেও এখনও ঘটনার জট খুলতে পারেনি তাঁরা ।

ভিডিয়োতে শুনুন অনুজ শর্মার বক্তব্য

এদিকে তদন্ত নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তুলতে শুরু করেছে । এমত পরিস্থিতিতে আজ বিকেলে ঘটনাস্থান পরিদর্শনে আসেন এডিজি সিআইডি অনুজ শর্মা । বিস্ফোরণের এপি সেন্টার সহ পুরো এলাকা ঘুরে দেখেন তিনি । বিস্তারিত কথা বলেন তদন্তকারী দলের সঙ্গে ও রেল পুলিশের সঙ্গে । প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে কি উঠে এসেছে জেলা পুলিশের কাছে তাও জানতে চান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.