ETV Bharat / state

দু'পক্ষের সংঘর্ষ ; তৃণমূল কর্মীদের অস্ত্রের কোপে মৃত্যু ভোটারের - election

রাস্তায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রসের সংঘর্ষ চলছিল। সেইসময় ভোট দিতে গিয়ে আক্রান্ত হন স্থানীয় বাসিন্দা টিয়ারুল কালাম (52)। পরে তাঁর মৃত্যু হয় ।

মৃত
author img

By

Published : Apr 23, 2019, 2:45 PM IST

Updated : Apr 23, 2019, 4:15 PM IST

ভগবানগোলা, 23 এপ্রিল : তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হল এক ভোটারের । নাম টিয়ারুল কালাম। ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেট চিরে দেয় দুষ্কৃতীরা । পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ঘটনাটি ভগবানগোলা থানার রানিতলার ।

সকালে টিয়ারুল ভোট দিতে যান । টিয়ারুলের সঙ্গে ছিলেন তাঁর ছেলে । তিনি বলেন, "দু'পক্ষের সংঘর্ষের মাঝে আমরা পড়ে যাই। আব্বার পেটে হাঁসুয়ার কোপ মারে তৃণমূল কর্মীরা ।" টিয়ারুলকে প্রথমে রানিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় । মেডিকেলের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ভগবানগোলা, 23 এপ্রিল : তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হল এক ভোটারের । নাম টিয়ারুল কালাম। ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেট চিরে দেয় দুষ্কৃতীরা । পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ঘটনাটি ভগবানগোলা থানার রানিতলার ।

সকালে টিয়ারুল ভোট দিতে যান । টিয়ারুলের সঙ্গে ছিলেন তাঁর ছেলে । তিনি বলেন, "দু'পক্ষের সংঘর্ষের মাঝে আমরা পড়ে যাই। আব্বার পেটে হাঁসুয়ার কোপ মারে তৃণমূল কর্মীরা ।" টিয়ারুলকে প্রথমে রানিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় । মেডিকেলের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

Intro:কান্দি - দাঙ্গা দিয়ে যাদের হাতে খড়ি তারা দেশ চালাচ্ছে । বুধবার কাদির মোহনবাগান মাঠ থেকে বিজেপি সরকারকে এই ভাষাতেই বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দিল্লির সরকার বদলের আহ্বান জানান জনসভা থেকে । তিনি বলেন, তৃণমূল ছাড়া ভারতবর্ষে সরকার গঠন হবে না । ইউ পি আর বাংলা আগামী দিনে সরকার গড়বে।


Body:কাদির মোহনবাগান মাঠ এর নির্বাচনী জনসভা থেকে নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি বলেন ,এমন এক নেতা আমরা পেলাম যে মহাত্মা গান্ধী, নেতাজি, রবীন্দ্রনাথের আদর্শ মানতে পারলেন না। নিজেকে মানলেন । দাঙ্গা দিয়ে যাদের হাতে খড়ি তারা দেশ চালাচ্ছে । এই দেশ কি করে চলবে ? পাঁচ বছরে 10 কোটি চাকরি দেবো বলেছিলো । চাকরি দেওয়া দূরের কথা দু'কোটি ছেলে মেয়ে নতুন করে বেকার হয়ে গেল । মোদিবাবুর অনেক গুণ । নোট বন্দি, কৃষক আত্মহত্যা, দাঙ্গা । সব থেকে বড় জিনিস নেতাদের সবাই সম্মান করে কিন্তু এখন সবাই মোদি বাবুদের ভয় পাচ্ছে । কখনো ইনকাম ট্যাক্স কখনো সিবিআই কখনো ইডি লাগাচ্ছে । অত্যাচার চালাচ্ছে । তিনি আরো বলেন , বাংলা দিল্লি উড়িষ্যায় ওরা জিরো । কি করে হিরো হবে । সবাই জোট বেঁধেছে। কারণ কেউ ফ্যাসিস্ট সরকার চায় না । হিটলারি সরকার চায় না। এদিনের সভা থেকে সমর্থকদের উসকে দিয়ে তিনি বলেন যতদিন বেঁচে থাকব ভাগাভাগি করতে দেবো না । ছাত্র যুব কে বিপদে পড়তে দেব না । তাই বলছি বিজেপিকে একটাও ভোট নয় । বাংলায় কংগ্রেস সিপিএম কেউ একটাও ভোট নয় । বদলে দিন । দিল্লি সরকার বদলে দিন । মোদি বাবুদের পাল্টে দিন । উল্টে দিন পাল্টে দিন। আগামী দিনে ভারতবর্ষ গড়তে হলে তৃণমূলকে বাদ দিয়ে হবে না । বাংলা , ইউপি সরকার তৈরি করবে।


Conclusion:কান্দির সভাতে মুখ্যমন্ত্রী বিজেপি ও কংগ্রেসকে আক্রমণের নিশানাই এনে একযোগে তুলোধোনা করায় উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল সমর্থকরা । এই উচ্ছ্বাস কি ভোটব্যাংকে প্রভাব ফেলবে ? সবাই তাকিয়ে সেদিকেই ।
Last Updated : Apr 23, 2019, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.