কান্দি, 25 জানুয়ারি : বালি মাফিয়াদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে । কান্দির আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে শীতলতলা সেতুর নিচ থেকে বেআইনিভাবে বালি তোলার কাজ চলছে । এমনই অভিযোগ তুলেছে স্থানীয়রা । তাদের আশঙ্কা, এভাবে বালি তুলতে থাকলে সেতুর ভিত আলগা হয়ে যাবে ।
প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী থাকাকালীন কান্দি থেকে বাজারসো শক্তিপুর সংযুক্তকারী সেতুর অনুমোদন করিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরি । কান্দির মাস্টারপ্ল্যানের অন্তর্ভুক্ত এই প্রকল্প । যার জন্য 439 কোটি টাকা বরাদ্দ হয়েছিল । উদ্দেশ্য ছিল, এলাকার মানুষ যাতে 20 থেকে 25 মিনিটের মধ্যে স্টেশন পৌঁছাতে পারেন ।
আরও পডু়ন : বৈধ ঘাট থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ খোদ মন্ত্রীর
যদিও ওই সেতুর কাজ এখনও সম্পূর্ণ হয়নি, তবুও ঝুঁকি নিয়ে যাতায়াত শুরু হয়ে গেছে । তারই তলা থেকে মাফিয়ারা বালি তোলার কাজ চালাচ্ছে দীর্ঘদিন ধরে । এই পরিস্থিতিতে কান্দির কংগ্রেস বিধায়ক সফিউল আলম খান বলেন, বৈআইনিভাবে বালি তোলা হচ্ছে । এতে সেতুর ভিত আলগা হয়ে গিয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে । প্রশাসন ও আধিকারিকদের চোখে ফাঁকি দিয়ে একপ্রকার অবৈধ কাজ চলছে । প্রশাসনের সঙ্গে মাফিয়াদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করছেন তিনি ।
তিনি আরও বলেন, এই ঘটনা পূর্বে অধীর রঞ্জন চৌধুরির নজরে এসেছিল । তা বন্ধও হয়ে যায়, ফের শুরু হয় বালি তোলা । অবৈধভাবে বালি তোলার কাজে রত ব্যক্তিদের আটক করার জন্য প্রশাসনকে জানানো হবে ।
কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার বলেন, "এই বিষয়ে আমি অবগত । ইতিমধ্যেই আমি বালি মাফিয়া ও ইরিগেশন দপ্তরের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা জেলাশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছি । যাতে দ্রুত বালি চোরদের ধরা যায় সে ব্যবস্থার কথাও জানিয়েছি ।"