বহরমপুর , 1 ডিসেম্বর : কাঁধে একটা ছোটো ব্যাগ ৷ হাতে জাতীয় পতাকা ৷ উত্তরপ্রদেশ থেকে হেঁটে ভারত ভ্রমণে বেরিয়েছেন রাহুল শর্মা ৷ গতকাল সকালে বহরমপুর পৌঁছান ৷ পুলওয়ামা জঙ্গি হানায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ বলে জানান তিনি ৷
চলতি বছরের 29মে যাত্রা শুরু করেন রাহুল ৷ 270 দিনের যাত্রায় 187 দিনের মাথায় কামাক্ষা পৌঁছান তিনি ৷ শনিবার পেশায় পূজারি রাহুল আপাতত হাঁটছেন পশ্চিমবঙ্গের রাস্তায় ৷ এরপর তিনি তিরুপতি পৌঁছবেন ৷ তামিলনাড়ুর রামেশ্বরমে গিয়ে তাঁর যাত্রা শেষ হবে ৷ তাঁর যাত্রা শেষ হতে আরও 75 দিন সময় লাগতে পারে ৷
রাহুল জাতীয় সড়ক ধরে হাঁটেন । সন্ধ্যা 7টা বাজতেই কোনও ধাবা বা আশ্রমে ওঠেন ৷ রাতটা সেখানেই কাটান ৷ সূর্য ওঠার আগেই ফের হাঁটা শুরু হয় তাঁর । জম্মুর বৈষ্ণবদেবী মন্দির থেকে অমরনাথ আসেন তিনি ৷ এরপর কামাক্ষায় পৌঁছান । এরপর তাঁর পরিকল্পনা কী জানতে চাইলে রাহুল বলেন ," তিরুপতির উদ্দেশে যাত্রা শুরু করব । রামেশ্বরমে যাত্রার শেষ । সম্পূর্ণ ভ্রমণ শেষ হতে সময় লাগছে 262 দিনেরও বেশি । আমার হেঁটে ভারত ভ্রমণ পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য ৷" তিনি আরও বলেন , " যাত্রাপথে যতগুলি ধর্মস্থান পড়ছে প্রত্যেক স্থানে শহিদদের আত্মার শান্তি কামনা করছি । আমি আমার দেশকে ভালোবাসি৷ "