ETV Bharat / state

পুলওয়ামার শহিদদের স্মরণে হেঁটে ভারত ভ্রমণে উত্তরপ্রদেশের যুবক - 29মে যাত্রা শুরু করেন রাহুল

উত্তরপ্রদেশ থেকে হেঁটে ভারত ভ্রমণে বেরিয়েছেন রাহুল শর্মা ৷ পুলওয়ামা জঙ্গি হানায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ বলে জানান তিনি ৷ তাঁর সঙ্গে দেখা হল বহরমপুরের রাস্তায় ৷ কী উঠে এল কথোপকথনে ?

rahul
rahul
author img

By

Published : Dec 1, 2019, 12:58 PM IST

Updated : Dec 1, 2019, 2:19 PM IST

বহরমপুর , 1 ডিসেম্বর : কাঁধে একটা ছোটো ব্যাগ ৷ হাতে জাতীয় পতাকা ৷ উত্তরপ্রদেশ থেকে হেঁটে ভারত ভ্রমণে বেরিয়েছেন রাহুল শর্মা ৷ গতকাল সকালে বহরমপুর পৌঁছান ৷ পুলওয়ামা জঙ্গি হানায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ বলে জানান তিনি ৷

চলতি বছরের 29মে যাত্রা শুরু করেন রাহুল ৷ 270 দিনের যাত্রায় 187 দিনের মাথায় কামাক্ষা পৌঁছান তিনি ৷ শনিবার পেশায় পূজারি রাহুল আপাতত হাঁটছেন পশ্চিমবঙ্গের রাস্তায় ৷ এরপর তিনি তিরুপতি পৌঁছবেন ৷ তামিলনাড়ুর রামেশ্বরমে গিয়ে তাঁর যাত্রা শেষ হবে ৷ তাঁর যাত্রা শেষ হতে আরও 75 দিন সময় লাগতে পারে ৷

দেখুন ভিডিয়ো...

রাহুল জাতীয় সড়ক ধরে হাঁটেন । সন্ধ্যা 7টা বাজতেই কোনও ধাবা বা আশ্রমে ওঠেন ৷ রাতটা সেখানেই কাটান ৷ সূর্য ওঠার আগেই ফের হাঁটা শুরু হয় তাঁর । জম্মুর বৈষ্ণবদেবী মন্দির থেকে অমরনাথ আসেন তিনি ৷ এরপর কামাক্ষায় পৌঁছান । এরপর তাঁর পরিকল্পনা কী জানতে চাইলে রাহুল বলেন ," তিরুপতির উদ্দেশে যাত্রা শুরু করব । রামেশ্বরমে যাত্রার শেষ । সম্পূর্ণ ভ্রমণ শেষ হতে সময় লাগছে 262 দিনেরও বেশি । আমার হেঁটে ভারত ভ্রমণ পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য ৷" তিনি আরও বলেন , " যাত্রাপথে যতগুলি ধর্মস্থান পড়ছে প্রত্যেক স্থানে শহিদদের আত্মার শান্তি কামনা করছি । আমি আমার দেশকে ভালোবাসি৷ "

rahul
বহরমপুরের রাস্তায় রাহুল

বহরমপুর , 1 ডিসেম্বর : কাঁধে একটা ছোটো ব্যাগ ৷ হাতে জাতীয় পতাকা ৷ উত্তরপ্রদেশ থেকে হেঁটে ভারত ভ্রমণে বেরিয়েছেন রাহুল শর্মা ৷ গতকাল সকালে বহরমপুর পৌঁছান ৷ পুলওয়ামা জঙ্গি হানায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ বলে জানান তিনি ৷

চলতি বছরের 29মে যাত্রা শুরু করেন রাহুল ৷ 270 দিনের যাত্রায় 187 দিনের মাথায় কামাক্ষা পৌঁছান তিনি ৷ শনিবার পেশায় পূজারি রাহুল আপাতত হাঁটছেন পশ্চিমবঙ্গের রাস্তায় ৷ এরপর তিনি তিরুপতি পৌঁছবেন ৷ তামিলনাড়ুর রামেশ্বরমে গিয়ে তাঁর যাত্রা শেষ হবে ৷ তাঁর যাত্রা শেষ হতে আরও 75 দিন সময় লাগতে পারে ৷

দেখুন ভিডিয়ো...

রাহুল জাতীয় সড়ক ধরে হাঁটেন । সন্ধ্যা 7টা বাজতেই কোনও ধাবা বা আশ্রমে ওঠেন ৷ রাতটা সেখানেই কাটান ৷ সূর্য ওঠার আগেই ফের হাঁটা শুরু হয় তাঁর । জম্মুর বৈষ্ণবদেবী মন্দির থেকে অমরনাথ আসেন তিনি ৷ এরপর কামাক্ষায় পৌঁছান । এরপর তাঁর পরিকল্পনা কী জানতে চাইলে রাহুল বলেন ," তিরুপতির উদ্দেশে যাত্রা শুরু করব । রামেশ্বরমে যাত্রার শেষ । সম্পূর্ণ ভ্রমণ শেষ হতে সময় লাগছে 262 দিনেরও বেশি । আমার হেঁটে ভারত ভ্রমণ পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য ৷" তিনি আরও বলেন , " যাত্রাপথে যতগুলি ধর্মস্থান পড়ছে প্রত্যেক স্থানে শহিদদের আত্মার শান্তি কামনা করছি । আমি আমার দেশকে ভালোবাসি৷ "

rahul
বহরমপুরের রাস্তায় রাহুল
Intro:পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ২৭০ দিনের পদযাত্রা উত্তরপ্রদেশের বাসিন্দা রাহুল শর্মার। Body:বহরমপুর -কাঁধে ছোট্ট ব্যাগ। আর বিশাল আকৃতির জাতীয় পতাকা। এইটুকু সম্বল করে পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে পদব্রজে ভারত ভ্রমনে নেমেছেন উত্তরপ্রদেশের বাসিন্দা পুজারি রাহুল শর্মা। ২০১৯ সালেএ ২৯ মে যাত্রা শুরু করে ১৮৭ দিনের যাত্রায় শনিবার কামাক্ষা থেকে বহরমপুর পৌঁছলেন তিনি। তিরুপতি হয়ে যাত্রা শেষ তামিলনাড়ুর রামেশ্বরমে। আরও ৭৫ দিন লাগতে পারে বলেই তিনি মনে করছেন।
জাতীয় সড়ক ধরে দিনমান হেঁটে চলেন রাহুল শর্মা। সন্ধ্যা সাতটা বাজতেই কোন ধাবা বা আশ্রমে রাত্রী বাস। সূর্য ওঠার আগেই ফের হাঁটা শুরু। এইভাবে জম্মুর বৈষ্ণবদেবী মন্দির, কাশ্মিরের অমরনাথ হয়ে আসামের কামাক্ষায় এসে পৌঁছান। সেখাম থেকে যাত্রা শুরু তিরুপতির উদ্দেশ্যে। রামেশ্বরমে পৌঁছে শ্রদ্ধাঞ্জলি যাত্রার শেষ। এই যাত্রা পথ পার হতে সময় লাগছে ২৬২ দিনেরও বেশি। যাত্রাপথে যতগুলি ধর্মস্থান পড়ছে সেখানেই শহীদদের আত্নার শান্তি কামনা করেছেন। পুজারি রাহুল শর্মা বলেন, পুলওয়ামার শহীদ জওয়ারদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতেই আমার এই যাত্রা।Conclusion:শনিবার বহরমপুরে পৌঁছলেন।
Last Updated : Dec 1, 2019, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.