জলঙ্গি, 7 জুলাই : বাংলাদেশ সীমান্তে তিনটি BOP থেকে গাঁজা, ফেনসিডিল ও গবাদি পশু সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ও হয় ।
দুই পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয়েছে 741 বোতল নিষিদ্ধ ফেনসিডিল । যার বাজারমূল্য 1 লাখ 24 হাজার 122 টকা । উদ্ধার হওয়া 22 কেজি গাঁজার বাজারমূল্য 3 লাখ 24 হাজার 47 টাকা । এছাড়া উদ্ধার হয়েছে দুটি গবাদি পশু ।
BSF সূত্রে খবর, গতরাতে BOP এলাকায় এক পাচারকারী 141 নম্বর ব্যাটেলিয়নের নজরে আসে । ধৃতকে পাকড়াও করে উদ্ধার হয় 741 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । ধৃতের নাম সাফিরুল শেখ । বাড়ি জলঙ্গি থানা এলাকার কাকমারিতে । রাতেই চরভদ্র BOP থেকে 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা দুটি গবাদি পশু-সহ একজনকে গ্রেপ্তার করেন । ধৃতের নাম নাহারুল শেখ । বাড়ি জলঙ্গি থানার ঘোষপাড়ায় ।
এদিকে ভোরে পাচারকারীদের সঙ্গে গুলি বিনিময় হয় 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের । সেখান থেকে 22 কেজি গাঁজা উদ্ধার করে ।