ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনা আক্রান্ত আরও দুই - খেসর

কোরোনা আক্রান্ত হলেন মুর্শিদাবাদের দুই বাসিন্দা ৷ তাঁদের মুর্শিদাবাদের মাতৃসদনে ভর্তি করা হয়েছে ৷ এই নিয়ে জেলায় মোট নয়জন কোরোনা আক্রান্ত হলেন ৷

murshidabad
মুর্শিদাবাদ
author img

By

Published : May 17, 2020, 3:09 PM IST

ডোমকল, 17 মে: মুর্শিদাবাদেও বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ আজ ফের দুই কোরোনা আক্রান্তের খোঁজ মিলল ডোমকলে ৷

চিকিৎসা সূত্রে কোরোনা আক্রান্ত ওই দুই ব্যক্তি সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন ৷ বাড়ি ফেরার পরই কোরোনার উপসর্গ দেখা মেলে ৷ নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য ৷ রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁদের মুর্শিদাবাদের মাতৃ সদন কোভিড হাসপাতালে ভর্তি করানো হয় ৷

মুর্শিদাবাদে একের পর এক কোরোনা আক্রান্তের হদিস মেলায় নতুন করে ছড়িয়েছে আতঙ্ক ৷ জেলায় প্রথমে ১৬ এপ্রিল সালারের একজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে । এরপর ১০ মে এক স্বাস্থ্যকর্মী সহ চারজনও কোরোনা ভাইরাসে আক্রান্ত হন । গতকালই তারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন ।

আক্রান্তরা যথাক্রমে রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর ও খড়গ্রাম থানার খেসরের বাসিন্দা ৷ আজ আরও দুজনের শরীরে কোরোনা ভাইরাস মেলায় মুর্শিদাবাদে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা নয়ে পৌঁছাল ।

ডোমকল, 17 মে: মুর্শিদাবাদেও বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ আজ ফের দুই কোরোনা আক্রান্তের খোঁজ মিলল ডোমকলে ৷

চিকিৎসা সূত্রে কোরোনা আক্রান্ত ওই দুই ব্যক্তি সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন ৷ বাড়ি ফেরার পরই কোরোনার উপসর্গ দেখা মেলে ৷ নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য ৷ রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁদের মুর্শিদাবাদের মাতৃ সদন কোভিড হাসপাতালে ভর্তি করানো হয় ৷

মুর্শিদাবাদে একের পর এক কোরোনা আক্রান্তের হদিস মেলায় নতুন করে ছড়িয়েছে আতঙ্ক ৷ জেলায় প্রথমে ১৬ এপ্রিল সালারের একজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে । এরপর ১০ মে এক স্বাস্থ্যকর্মী সহ চারজনও কোরোনা ভাইরাসে আক্রান্ত হন । গতকালই তারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন ।

আক্রান্তরা যথাক্রমে রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর ও খড়গ্রাম থানার খেসরের বাসিন্দা ৷ আজ আরও দুজনের শরীরে কোরোনা ভাইরাস মেলায় মুর্শিদাবাদে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা নয়ে পৌঁছাল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.