ETV Bharat / state

জমি বিবাদের জেরে মৃত দুই - রানিনগর

মঙ্গলবার বিকেলে চরের ওই জমির ফসল কাটতে গিয়েছিল পিয়ারুলের পরিবার ৷ সেখানেই তাদের উপর সাইদুল ও মইদুল হামলা চালায় বলে অভিযোগ । বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগও ওঠে ৷

জমি বিবাদের জেরে মৃত দুই
জমি বিবাদের জেরে মৃত দুই
author img

By

Published : Apr 7, 2021, 8:00 AM IST

রানিনগর,7 এপ্রিল : চরের ফসল তোলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় মৃত্যু হল এক মহিলা সহ দুজনের । ঘটনায় জখম আরও এক । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানিনগর থানার চর বাসগাড়া এলাকায় । মৃতদের নাম সুজন শেখ (২২) ও মালিনা বিবি (৩৫) । এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।
পদ্মা চরের একটি জায়গা নিয়ে পিয়ারুল শেখের সঙ্গে ঝামেলা চলছিল প্রতিবেশী সাইদুল শেখ ও মইদুল শেখের । দুদিন আগে পিয়ারুলের বিরুদ্ধে সাইদুল ও মইদুলের উপর হামলার অভিযোগ ওঠে । গতকাল বিকেলে চরের ওই জমির ফসল কাটতে গিয়েছিল পিয়ারুলের পরিবার ৷ সেখানেই তাদের উপর সাইদুল ও মইদুল হামলা চালায় বলে অভিযোগ । বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগও ওঠে ৷ দুস্কৃতীদের গুলিতে গুরুতর জখম হয় তিনজন । তাদের ইসলামপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা সুজন ও মলিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন ।

প্রতিবেশীর বক্তব্য

আরও পড়ুন : গোঘাটে ধাক্কাধাক্কিতে পড়ে মৃত্যু তৃণমূল নেতার, বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ

মৃত সুজন পিয়ারুল শেখের ছেলে এবং মলিনা বিবি পিয়ারুলের ভাইয়ের স্ত্রী । ঘটনায় গুরুতর জখম সুরজ শেখকে ইসলামপুর থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে । বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে । ঘটনার পর থেকে এলাকা ছাড়া অভিযুক্তরা । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

রানিনগর,7 এপ্রিল : চরের ফসল তোলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় মৃত্যু হল এক মহিলা সহ দুজনের । ঘটনায় জখম আরও এক । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানিনগর থানার চর বাসগাড়া এলাকায় । মৃতদের নাম সুজন শেখ (২২) ও মালিনা বিবি (৩৫) । এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।
পদ্মা চরের একটি জায়গা নিয়ে পিয়ারুল শেখের সঙ্গে ঝামেলা চলছিল প্রতিবেশী সাইদুল শেখ ও মইদুল শেখের । দুদিন আগে পিয়ারুলের বিরুদ্ধে সাইদুল ও মইদুলের উপর হামলার অভিযোগ ওঠে । গতকাল বিকেলে চরের ওই জমির ফসল কাটতে গিয়েছিল পিয়ারুলের পরিবার ৷ সেখানেই তাদের উপর সাইদুল ও মইদুল হামলা চালায় বলে অভিযোগ । বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগও ওঠে ৷ দুস্কৃতীদের গুলিতে গুরুতর জখম হয় তিনজন । তাদের ইসলামপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা সুজন ও মলিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন ।

প্রতিবেশীর বক্তব্য

আরও পড়ুন : গোঘাটে ধাক্কাধাক্কিতে পড়ে মৃত্যু তৃণমূল নেতার, বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ

মৃত সুজন পিয়ারুল শেখের ছেলে এবং মলিনা বিবি পিয়ারুলের ভাইয়ের স্ত্রী । ঘটনায় গুরুতর জখম সুরজ শেখকে ইসলামপুর থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে । বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে । ঘটনার পর থেকে এলাকা ছাড়া অভিযুক্তরা । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.