সামশেরগঞ্জ, 11 সেপ্টেম্বর : ভোটের মুখে ফের বিএসএফের হাতে পাকড়াও দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী । শনিবার ভোর রাতে মুর্শিদাবাদের নিমতিতা বিওপি (বর্ডার আউট পোস্ট) সংলগ্ন গঙ্গা নদীর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয় ।
পুলিশ জানিয়েছে, ধৃত দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম আরিফ শেখ ও মাতিন শেখ । তাদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় । শনিবার সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে ধৃতদের তুলে দেয় বিএসএফ ।
আরও পড়ুন : Aadhar-Ration Link : ডোমকলে আধার-রেশন লিঙ্কের নামে পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অভিযোগ
আজ ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক ধৃতদের তিনদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন । পুলিশ জানার চেষ্টা করছে যে ভোটের মুখে কী উদ্দেশ্যে এবং কীভাবে অনুপ্রবেশ করেছিল ধৃতরা ?
পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, সামশেরগঞ্জ থানা এলাকা ক্রমশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডর হয়ে উঠছে । অগস্ট মাসে ওই এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ে ছ’জন বাংলাদেশী অনুপ্রবেশকারী । তাদের বাড়ি রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলা ।
আরও পড়ুন : Nabagram CBI : নবগ্রামে গণধর্ষণের তদন্তে নির্যাতিতার সঙ্গে কথা বলল সিবিআই
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গরু, মাদক ও আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্যেই তারা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত টপকায় । যারা ধরা পড়েছে, তারা সকলেই সীমান্তে টাকার বিনিময়ে ক্যারিয়ার হিসাবেই কাজ করে । বর্ষার মরসুমে গঙ্গায় নামিয়ে গরু পাচারই তাদের মুখ্য উদ্দেশ্য ।
শনিবার গঙ্গায় সাঁতার দিয়ে পার হওয়ার সময় বিএসএফের নজরে আসে এই দু’জন । ধাওয়া করে দু’জনকে গ্রেফতার করে বিএসএফ ৷ তবে সীমান্তের এপারে পাচারকারীদের কারা মদত দিত, পুলিশ এখনও তা জানতে পারেনি । বিশেষ করে সামশেরগঞ্জ থানা এলাকা অনুপ্রবেশকারীরা ঘাঁটি বানানোয় সীমান্ত সুরক্ষা বাহিনী নজরদারি বাড়িয়েছে ।
আরও পড়ুন : Covid-19 Vaccine corruption : ভরতপুরে টাকার বিনিময়ে ভ্যাকসিনের স্লিপ বিক্রির অভিযোগ